পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিস্কৃতিলাভপ্রয়াস نه سنارسانا ব্যক্তিরা এ বিযয় আমার গোচর করিয়াছেন ; এবং আমি তাহাদিগকে অবধারিত বলিয়াছি, র্তাহীদের অধিকার পুনঃপ্রাপ্ত হইতে র্তাহাদিগকে ক্লেশ পাইতে হইবেক না । আপনি দয়া করিয়া, যত সত্বর পারেন, এ বিষয়ের আপোশে নিম্পত্তি করিয়া ফেলিবেন ; বিলম্ব করিলে আপনাকে কষ্ট পাইতে হইবেক ।” আমি তর্কালঙ্কারের পরিবারকে, তাহার পুস্তকের উপস্বত্বহিসাবে, যাহা দিতাম, তাহ রহিত করিয়াছি, এবং তাহাদিগকে ঐ পুস্তক ছাপাইতে দিতেছি না ; যোগেন্দ্রনাথ বাবু, কোন বিবেচনায়, দীননাথ বাবুর নিকট, এরূপ অলীক নির্দেশ করিলেন, বলিতে পারি না। তর্কালঙ্কারের পরিবার, পুস্তকের উপস্বত্ব উপলক্ষে, আমার নিকট কখনও কোনও দাবি করেন নাই, এবং আমিও, পুস্তকের উপস্বত্ব বলিয়া, তাহাদিগকে কখনও কিছু দিষ্ট নাই। আর তাহারা ঐ পুস্তক ছাপাইতে চাহেন, আমার নিকট কখনও এরূপ কথার উথাপন হয় নাই। এমন স্থলে, আমি পুস্তকের উপস্বত্বদান রহিত করিয়াছি, এবং পুস্তক ছাপাইতে দিতেছি না, ইহ। কিরূপে সন্তবিতে পারে, মহামতি যোগেন্দ্রনাথ বাবু ব্যতীত অন্তের তাহা বুঝিবার অধিকার নাই । ফলকথা এষ্ট, যোগেন্দ্রনাথ বাবুব এই নির্দেশ সম্পূর্ণ অলীক ও কপোলকল্পিত । তিনি, তর্কালঙ্কারের মধ্যম। কন্য। কুন্দমালার নাম করিয়া, আমার নিকটে, ভিক্ষণস্বরূপ, শিশুশিক্ষা প্রার্থনা করিবার পূর্বে, কখনও, কোনও সূত্রে, কোনও আকারে, শিশুশিক্ষার কোনও উল্লেখ হয় নাই । যাহা হউক, দীননাথ বাবুর পত্র পাইয়া, আমি সাতিশয় উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত হইয়। পড়িলাম। স্যামাচরণ বাবুও, পত্রার্থ অবগত হইয়া, অতিশয় উৎকণ্ঠিত হইলেন। সৌভাগ্যক্রমে, ইহার তিন চারি দিন পরেই, তর্কালঙ্কারের পত্র হস্তগত হইল। পত্রপাঠ করিয়া, সমস্ত বিষয় আমার ও শ্যামাচরণ বাবুর স্মৃতিপথে আরূঢ় হইল। সে বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ এই— সালিস মহাশয়ের হিসাব নিকাসে প্রবৃত্ত হইলে, আমি তাহাদিগকে বলিয়াছিলাম, আপনাদিগকে দুই প্রকার হিসাব করিতে হইবেক ; প্রথম এই, অন্যান্য পুস্তকের স্যায়, আমাদের উভয়ের রচিত পুস্তকের ছাপার খরচ ধরিয়া লইয়া, ছাপাখানার হিসাব করিতে হইবেক ; দ্বিতীয় এই, আমাদের রচিত পুস্তকের, ছাপার ও বিক্রয়ের খরচ বাদে, যে মুনাফা থাকিবেক, তাহার স্বতন্ত্র হিসাব করিতে হইবেক । ছাপাখানার মুনাফায় উভয়ে তুল্যাংশভাগী হইব ; এবং, ছাপার ও বিক্রয়ের খরচ বাদে, কপিরাইট হিসাবে, আমরা স্ব স্ব পুস্তকের উপস্বত্ব পাইব । শু্যামাচরণ বাবু পত্রদ্বারা তর্কালঙ্কারকে এই বিষয় br○