পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ 8 ساما মৌনাবলম্বন করিয়া রহিলেন ; কিয়ৎ ক্ষণ পরে আমায় বলিলেন, তবে আপনি দয়া করিয়া যেরূপ দিতে চাহিয়াছিলেন, সেইরূপই দেন। আমি বলিলাম, তুমি কুন্দমালার নাম করিয়া প্রার্থনা করাতে, আমি, দ্বিরুক্তি না করিয়া, পুস্তক তিন খানি দিতে সম্মত ইষ্টয়াছিলাম । কিন্তু তৎপরে তোমরা যে ফেসাৎ উপস্থিত করিয়াছ, তাহাতে আর আমার দয়া করিবার ইচ্ছাও নাই, আবশ্যকতাও নাই । তোমরা উকীলের চিঠি দিয়াছ, নালিসের ভয় দেখাইয়াছ, এবং, আমি ফাকি দিয়া পরের সম্পত্তি ভোগ করিতেছি বলিয়া, নানা স্থানে আমার কুৎসা করিয়াছ । আমাদের দেশের লোক নিরতিশয় পরকুৎসাপ্রিয় ; তোমার মুখে আমার কুৎসা শুনিয়া, সাতিশয় আহলাদিত হইয়াছেন ; এবং তত্ত্বানুসন্ধানে বিমুখ হইয়া, আমার কুৎসাকীৰ্ত্তন করিয়া, বিলক্ষণ আমোদ করিতেছেন। এমন স্থলে, আর আমার দয়া করিতে প্রবৃত্তি হইবেক কেন ? তবে কুন্দমালাকে বলিবে, আমি তাহাকে, মাস মাস, যে দশ টাকা দিতেছি, অনেকে, তোমাদের আচরণদর্শনে সাতিশয় অসন্তুষ্ট হইয়া, তাহ রহিত করিবার নিমিত্ত আমায় পরামর্শ দিতেছেন । কিন্তু কুন্দমালা নিতান্ত অনাথ ; আর, আমি যত দূর বুঝিতে পারিতেছি, এ বিষয়ে তাহার কোনও অপরাধ নাই । এজন্য, আমি তাহাকে মাস মাস যে দশ টাকা দিতেছি, তাহ দিব, কদাচ তাহ রহিত করিব না। এই বলিয়া, আমি তাহদের নিকট হইতে চলিয়া গেলাম । ইহার কিছু দিন পরে, বাবু দীননাথ বসু উকীলের নিকট হইতে নিম্নদশিত পত্র পাইয়াছিলাম । “পরমপূজনীয় শ্ৰীযুত ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর ভট্টাচায্য মহাশয় শ্রীচরণেষু প্রণাম শতসহস্র নিবেদনঞ্চ বিশেষ: — মহাশয়ের সহিত আমার সাক্ষাৎ হইবাব পবেষ্ট ৬/মদনমোহন তর্কালঙ্কার মহাশযের জামাতা আসিয়াছিলেন । র্তাহাকে সকল কথা কহাতে অনেক বাদামুবাদের পর তেঁহ অত্র বিষয় সালিস দ্বার নিম্পত্য করা ভাল বলিয়া প্রকাশ করাতে আমি তাহাকে তদ্ব্যিয় ধাৰ্য্য ও তাহাতে আপনকার কিরূপ অভিরুচি হয় তাহ জানিবার কথা কহাতে তিনি তাহাব স্থির করিয়া আমাকে কহিবেন বলিয়া যান । তদবধি আমি তাহার কোন সংবাদ না পাওয়ায় অত্র বিষয়ে কোন উত্তেজনা করি নাই। আমার নিজ মঙ্গল মহাশয়ের শারীরিক কুশলসংবাদে তুষ্ট রাখিবেন । ইহা নিবেদনেতি ऊांब्लिश २७ £छjर्छ । সেবক শ্ৰীদীননাথ দাস বসু । মোঃ বাগবাজার ।”