পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিস্কৃতিলাভপ্রয়াস やbr企 যোগেন্দ্রনাথ বাবু সালিস দ্বারা নিষ্পত্তির কথা আমার নিকটে উপস্থিত করেন নাই । বোধ হয়, তর্কালঙ্কারের পত্র দেখিয়া, তিনি বুঝিতে পারিয়াছিলেন, এ বিষয়ে নালিস অথবা সালিস দ্বারা নিম্পত্তির চেষ্টা করিলে, ইষ্টসিদ্ধির কোনও সম্ভাবনা নাই ; এই জন্তাই, হতোৎসাহ হইয়া, আমার নিকটে সালিস দ্বারা নিম্পত্তির প্রস্তাব উপস্থিত ন৷ করিয়া, “তবে আপনি দয়া করিয়া যেরূপ দিতে চাহিয়াছিলেন, সেইরূপই দেন,” এই প্রস্তাব করিয়াছিলেন । যাহা হউক, ইহার পর, যোগেন্দ্রনাথ বাবু, অথবা তর্কালঙ্কারপরিবারের অন্য কোনও হিতৈষী আত্মীয়, আমার নিকটে, আর কখনও, কোনও আকারে, শিশুশিক্ষা সংক্রান্ত কোনও কথার উত্থাপন করেন নাই । যোগেন্দ্রনাথ বাবু, শ্বশুরপরিবারের হিতসাধনবাসনার বশবৰ্ত্তী হইয়া, আমার পক্ষে যাদুশ ভদ্রতাপ্রকাশ করিয়াছেন, তাহা দশিত হইল। তিনি, শ্বশুরের গৌরববৰ্দ্ধনবাসনার বশবৰ্ত্তী হইয়া, আমার পক্ষে যাদুশ ভদ্রতাপ্রকাশ করিয়াছেন, তৎপ্রদর্শনার্থ, বেতালপঞ্চবিংশতির দশম সংস্করণের বিজ্ঞাপন উদ্ধত হইতেছে । “১৯০৩ সংবতে, বেতালপঞ্চবিংশতি প্রথম প্রচারিত হয়। ২৫ বৎসর অতীত হইলে, মদনমোহন তর্কালঙ্কারের জামাতা, শ্ৰীযুত বাবু যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এম. এ, তদীয় জীবনচরিত প্রচারিত কবিয়াছেন। ঐ পুস্তকের ৪২ পৃষ্ঠায় লিখিত হইয়াছে,— “বিদ্যাসাগবপ্রণীত বেতালপঞ্চবিংশতিতে অনেক নূতন ভাব ও অনেক সুমধুর বাক্য তর্কালঙ্কার দ্বাধী অস্থনিবেশিত ইয়াছে । ইহা তর্কালঙ্কার দ্বারা এত দুব সংশোধিত ও পরিমাজিত হইয়াছিল যে বোমাণ্ট ও ফ্লেচরের লিখিত গ্রন্থ গুলির ন্যায় ইহা উভয় বন্ধুর রচিত বলিলেও বলা যাইতে পাবে" । যোগেন্দ্রনাথ বাবু, কি প্রমাণ অবলম্বন পূর্বক, এরূপ অপ্রকৃত কথা লিখিয়া প্রচারিত করিলেন, বুঝিয়া উঠা কঠিন। আমি, বেতালপঞ্চবিংশতি মুদ্রিত করিবার পূর্বে, শযুত গিরিশচন্দ্র বিদ্যারত্ব ও মদনমোহন তর্কালঙ্কারকে শুনাষ্টয়াছিলাম। শুনাইবার অভিপ্রায় এই যে, কোনও স্থল অসঙ্গত বা অসংলগ্ন বোধ হইলে, র্তাহারা স্ব স্ব অভিপ্রায় ব্যক্ত করিবেন ; তদনুসারে, আমি সেই সেই স্থল সংশোধিত করিব । আমার বিলক্ষণ স্মরণ আছে, কোনও কোনও উপাখ্যানে একটি স্থলও তাহদের অসঙ্গত বা অসংলগ্ন বোধ হয় নাই ; সুতরাং সেই সেই উপাখ্যানের কোনও স্থলেই কোনও প্রকার পরিবর্ত করিবার আবশ্যকতা ঘটে নাই। আর, যে সকল উপাখ্যানে তাহারা তদ্রুপ