পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やぬ8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ কিছুই স্থির করিতে পারিতেছি না। তিনি বলিলেন, সত্যং হি নাম, এই বলিয়া আরম্ভ কর । তদীয় আদেশ অনুসারে, সত্যং হি নাম, এই আরম্ভ করিয়া, অনেক ভাবিয়া, এক ঘণ্টায়, অতি কষ্টে, কতিপয় পংক্তিমাত্র লিখিতে পারিলাম। একটার সময়, নাম স্বাক্ষরিত করিয়া, কাগজ দিলাম। আমি স্থির করিয়া রাখিয়াছিলাম, পরীক্ষক মহাশয়ের, অামার রচনা ও রচনার মাত্রা দেখিয়া, নিঃসন্দেহ, উপহাস করিবেন । কিন্তু, আশ্চর্য্যের বিষয় এই, আমিই গদ্যরচনার পুরস্কার পাইলাম । পারিতোষিকবিতরণের পর, পূজ্যপাদ তর্কবাগীশ মহাশয় আমায় বলিলেন, দেখ, তুমি, কোনও মতে, রচনার পরীক্ষা দিতে সম্মত ছিলে না। আমি, পীড়াপীড়ি করিয়া, পরীক্ষা দিতে বসাইয়াছিলাম, তাহাতেই তুমি এক শত টাকা পারিতোষিক পাইলে । তোমার রচনা দেখিয়া, সকলে সন্তুষ্ট হইয়াছেন। অতঃপর, রচনা বিষয়ে আর তুমি পরামুখ হইও না । এই সকল কথা শুনিয়া, আমার কিঞ্চিৎ সাহস ও উৎসাহ হইল । তৎপরে, আর আমি, রচনা বিষয়ে, পরাজুখ হইতাম না। প্রথম বৎসর গদ্যরচনার, দ্বিতীয় ও তৃতীয় বৎসর পদ্যরচনার, পারিতোষিক পাইয়াছিলাম। এই তিন রচনা যথাক্রমে মুদ্রিত হইতেছে । সত্যং হি নাম মানবানাং সাৰ্ব্বজনীয়ায় বিশ্বসনীয়তায় হেতুঃ । তথাবিধায়াশ্চ বিশ্বসনীয়তায়াঃ ফলমিহ বহুলমুপলভ্যতে। তথাহি যদি নাম কশ্চিৎ সত্যবাদিতয়৷ বিনিশ্চিতো ভবতি সৰ্ব্ব এব নিয়তং তদ্‌বচসি সম্যগ্ৰ বিশ্বসন্তি । সত্যবাদী হি সততং সজ্জনসংসদি সাতিশয়ং মাননীয়ঃ সবিশেষং প্রশংসনীয়শ্চ ভবতি । যো হি মিথ্যাবাদী ভবতি ন কোহপি কদাচিদপি তস্মিন বিশ্বসিতি। স খলু নিঃসংশয়ং নিরতিশয়ং নিন্দনীয়ে ভবতি ভবতি চ সৰ্ব্বত্র সৰ্ব্বথা সৰ্ব্বেষাং জনানামবজ্ঞাভাজনম । কিমধিকেন শিশবোহপি বাললীলাসু যদি কশ্চিন্‌ মিথ্যাবাদিতয়া প্রতীয়মানে ভবতি ভো ভ্রাতরো নানেনাধমেনাস্মাভিঃ পুনর্ব্যবহৰ্ত্তব্যম্ অয়ং খলু মৃষাভাষীত্যাদিকাং গিরমুদিগরন্তীত্যলং পল্লবিতেন । দ্বিতীয় বৎসরে, বিদ্যার প্রশংসা পদ্যরচনার বিষয় ছিল । একটা হইতে চারিট, এই তিন ঘণ্টা সময়ে, নিম্নমুদ্রিত আটটি মাত্র শ্লোক লিখিতে পারিয়াছিলাম। বিদ্যা দদাতি বিনয়ং বিপুলঞ্চ বিত্তং চিত্তং প্রসাদয়তি জাড্যমপাকরোতি ।