পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮤ%Ꮌbr বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ করিলেন । তদর্শনে, আমার, যার পর নাই, আহলাদ ও উৎসাহবৃদ্ধি হইল। সেই পাঁচটি শ্লোক এই— যশোদানন্দ কন্দায় নীলোৎপলদলশ্রিয়ে । নন্দগোপালবালায় গোপালায় নমোহস্তু মে ॥ ১ ॥ ধেনুরক্ষণদক্ষায় কালিন্দীকূলচারিণে। বেণুবাদনশীলায় গোপালায় নমোহস্তু মে ৷ ২ ৷ ধৃতপীতছুকুলায় বনমালাবিলাসিনে। গোপস্ত্রীপ্রেমলোলায় গোপালায় নমোহস্তু মে ॥ ৩ ॥ বৃষ্ণিবংশবতংসায় কংসধ্বংসবিধায়িনে । দৈতেয়কুলকালায় গোপালায় নমোহস্তু মে ॥ ৪ ॥ নবনীতৈকচৌরায় চতুৰ্বর্গৈকদায়িনে । জগদৃভাণ্ডকুলালায় গোপালায় নমোহস্তু মে ॥ ৫ ॥ পূজ্যপাদ তর্কালঙ্কার মহাশয়, প্রতি বৎসর, বিলক্ষণ সমারোহে, সরস্বতীপূজা করিতেন । র্যাহারা তাহার নিকটে অধ্যয়ন করিয়াছেন, অথবা করিতেছেন, সেই সকল ছাত্র, অর্থাৎ সাহিত্য, অলঙ্কার, স্মৃতি, স্যায়, বেদান্ত, এই পাচ শ্রেণীর ছাত্রবর্গ, তাহার বাটতে নিমন্ত্রিত হইতেন। আমরা, পূজার দিন, তাহার বাটতে, দুই বেল উত্তম আহার পাইতাম, বিকালে ও রাত্রিতে গান শুনিতাম । ফলতঃ, সে দিন আমাদের নিরতিশয় আমোদে অতিবাহিত হইত। পূজার পূর্ব দিন, তিনি উচ্চ শ্রেণীর ছাত্রদিগকে পদ্যে সরস্বতীর বর্ণনা করিতে বলিতেন। আমি কখনই সম্মত হইতাম না ; তাহার পীড়াপীড়িতে, এক বার মাত্র, এক শ্লোকে সরস্বতীর বর্ণনা করিয়াছিলাম। শ্লোকটি দেখিয়া, পূজ্যপাদ তর্কালঙ্কার মহাশয় আহলাদে পুলকিত হইয়াছিলেন, এবং, অনেককে ডাকাইয়া আনিয়া, স্বয়ং পাঠ করিয়া, শ্লেকটি শুনাইয়াছিলেন। ঐ কৌতুককর শ্লোকটি নিম্নে মুদ্রিত হইতেছে। লুচী কচুরী মতিচুর শোভিতং জিলেপি সন্দেশ গজ। বিরাজিতম্। যস্তাঃ প্রসাদেন ফলারলাপ্ল মঃ .. সরস্বতী সা জয়তান্নিরস্তরম্ ॥