পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઉર বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা মহাজনদিগের, স্বেচ্ছাক্রমে খাতককে রুদ্ধ করিয়া, টাকা আদায় করিবার যে ক্ষমতা ছিল, তাহাও নিবারিত হইল ; আর, দশ টাকার অনধিক দেওয়ানী মোকদ্দমার নিম্পত্তির ভার পরগণার প্রধান ভূম্যধিকারীর হস্তে অৰ্পিত হইল। ইঙ্গরেজের, আপনাদিগের প্রণালী অনুসারে, বাঙ্গালার শাসন করিবার নিমিত্ত, প্রথমে এই সকল নিয়ম নিৰ্দ্ধারিত করিলেন । ডিরেক্টরের স্থির করিয়াছিলেন যে, মহম্মদ রেজা খার অসৎ আচরণ দ্বারাই, বাঙ্গালার রাজস্বের ক্ষতি হইতেছে। তাহার পদপ্রাপ্তির দিবস অবধি, তাহারা তাহার চরিত্র বিষয়ে সন্দেহ করিতেন । তাহার। ইহাও বিস্মৃত হয়েন নাই যে, যখন তিনি, মীর জাফরের রাজত্বসময়ে, ঢাকার চাকলায় নিযুক্ত ছিলেন ; তখন, তথায় তাহার অনেক লক্ষ টাকা তহীল ঘাটি হইয়াছিল। কেহ কেহ তাহার নামে এ অভিযোগও করিয়াছিল যে, তিনি, ১৭৭০ খৃঃ অব্দের দারুণ অকালের সময়, অধিকতর লাভের প্রত্যাশায়, সমুদায় শস্য একচাটিয়া করিয়াছিলেন। আর সকলে সন্দেহ করিত, তিনি অনেক রাজস্ব ছাপাইয়া রাখিয়াছিলেন, এবং প্রজাদিগেরও অধিক নিষ্পীড়ন করিয়াছিলেন । যৎকালে তিনি মুরশিদাবাদে কৰ্ম্ম করিতেন, তখন বাঙ্গালায় তিনি অদ্বিতীয় ব্যক্তি ছিলেন ; নায়েব সুবাদার ছিলেন ; সুতরাং, রাজস্বের সমুদয় বন্দোবস্তের ভার তাহার হস্তে ছিল ; আর নায়েব নাজিম ছিলেন, সুতরাং, পুলিশেরও সমুদয় ভার তাহারই হস্তে ছিল । ডিরেক্টরের বুঝিতে পারিলেন, যত দিন তাহার হস্তে এরূপ ক্ষমতা থাকিবেক, কোন ও ব্যক্তি তাহার দোষ প্রকাশে অগ্রসর হইতে পরিবেক না। অতএব, তাহার। এই আজ্ঞা করিয়া পাঠাইলেন যে, মহম্মদ রেজা খাকে কয়েদ করিয়া সপরিবারে কলিকাতায় আনিতে, এবং তাহার সমুদয় কাগজ পত্র আটক করিতে, হইবেক । হেষ্টিংস সাহেব গবর্ণরের পদে অধিরূঢ় হইবার দশ দিবস পরেই, ডিরেক্টরদিগের এই আজ্ঞ তাহার নিকটে পহুছে । যৎকালে ঐ আজ্ঞা পহু ছিল, তখন অধিক রাত্রি হইয়াছিল ; এজন্য, সে দিবস তদনুযায়ী কাৰ্য্য হইল না। পর দিন প্রাতঃকালে, তিনি, মহম্মদ রেজা খাকে কলিকাতায় পাঠাইয়া দিবার নিমিত্ত, মুরশিদাবাদের রেসিডেন্ট মিডিণ্টন সাহেবকে পত্র লিখিলেন । তদনুসারে, রেজা খা, সপরিবারে, জলপথে, কলিকাতায় প্রেরিত হইলেন । মিডিণ্টন সাহেব তাহার কার্য্যের ভারগ্রহণ করিলেন । রেজা খা চিতপুরে উপস্থিত হইলে, তাহার সহিত সাক্ষাৎ করিয়া, অকস্মাৎ এরূপ ঘটিবার কারণ জানাইবার নিমিত্ত, এক জন কোন্সিলের মেম্বর তাহার নিকটে প্রেরিত হইলেন। আর, হেষ্টিংস সাহেব এইরূপ পত্র লিখিলেন, আমি কোম্পানির ভৃত্য, আমাকে তাহাদের