পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ ১২৫ । তৃণমানীয়তাং চূর্ণং পূর্ণচন্দ্রনিভাননে । পর্ণানি স্বর্ণবর্ণানি শীর্ণান্তাকর্ণলোচনে (১) ॥ ১২৬। বিনা খরিদসারেণ হারেণ হরিণী দৃশ । নাধরে জায়তে রাগো নানুরাগঃ পয়োধরে (১) ॥ ১২৭ ৷ হারে নারোহিতঃ কণ্ঠে ময় বিশ্লেষভীরুণ । ইদানীমাবয়োমধ্যে সরিৎসাগরভূধরাঃ ॥ ১২৮ ৷ কল্পবৃক্ষোইপি কালেন যদি স্যাৎ ফলদায়কঃ । এতস্য কে বিশেষপ্ত বন্তৈরন্তৈর্মহীরুহৈঃ ॥ আকৃতিধারণ করিয়া, সরস্বতী দেবী তথায় উপস্থিত হইলেন, এবং সস্নেহ বচনে জিজ্ঞাস করিলেন, বাপু ! তোমরা কি জন্যে উন্মত্তপ্রায় হইয়া, এত বিবাদ ও বাদাতুবাদ করিতেছ। তখন তাহার। বলিলেন, আমাদের উভয়ের মধ্যে কবি কে, এই বিষয়ের মীমাংসাব জহা, আমরা বিবাদে প্রবৃত্ত হইয়াছি । তখন বৃদ্ধবেশ সবস্বতী দেবী বলিলেন, তোমরা প্রত্যেকে, তাম্বলভক্ষণ উপলক্ষ করিয়া, এক একটি শ্লোকের রচনা কব, ঐ শ্লোক শুনিয়া, তোমাদের মধ্যে কবি কে, আমি, তাহার মীমাংসা করিযী দিব । তদনুসাবে বররুচি । “তুর্ণমানীযতাং চুণম্” এই শ্লোক, আর কালিদাস "বিন খদিরসাবেণ" এই শ্লোক, শুনাইলেন । শ্লোক শুনিয়া, সরস্বতী দেবী বলিলেন, “কবির্বররুচি;" | তখন কালিদাস, সাতিশয় অসস্তোষপ্রদর্শন পূৰ্ব্বক, বলিলেন, তবে আমি কি । সবশ্বতী, ঈষৎ হাস্ত করিয়া, বলিলেন, “তুমহুম্‌" । কালিদাস জিজ্ঞাসা করিলেন, তুমি কে ? এই জিজ্ঞাসা শুনিয়া, সরস্বতী দেবী, জরতীমূৰ্বিপরিত্যাগ পূর্বক, স্বয়মূৰ্ত্তিপরিগ্রহ করিবামাত্র, উভয়ে, বিস্ময়সাগরে মগ্ন ও পুলকিতকলেবর হইয়া, প্রভূত ভক্তিযোগ সহকারে, বারংবার প্রণাম ও প্রদক্ষিণ করিলেন, এবং অঞ্জলিবন্ধ পূর্বক সরস্বতী দেবীর স্তব করিতে লাগিলেন ।