পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্লোকমঞ্জরী १२*> ১৭৩। কুন্দকুঞ্জমিতঃ পশু পুষ্পিতং সখি শোভনম । আমুন কুন্দকুঞ্জেন সখি মে কিং প্রয়োজনম (১) পরিশিষ্ট আদিরসের অতিশয্য বশতঃ অশ্লীল বলিয়। উল্লিখিত হইতে পারে, এই আশঙ্কায়, কতকগুলি আদিরসাপ্লিষ্ট শ্লোক শ্লোকমঞ্জরীতে সন্নিবেশিত হয় নাই । অনেকে এ বিষয়ে অসন্তোষপ্রদর্শন পুৰ্ব্বক বলিলেন, যখন উদ্ভট শ্লোকের লোপাপত্তি নিবারণ শ্লোকমঞ্জরীর উদেশ্ব হইতেছে, তখন আদিরসাপ্লিষ্ট উদ্ভট শ্লোকের লোপাপত্তিনিবারণে বৈমুখ্যপ্রদর্শন কোনও মতে সঙ্গত নহে। বিশেষতঃ, বিদ্যালয়ের পাঠ্য পুস্তক হইবেক, এ অভিপ্রায়ে শ্লোকমঞ্জরী প্রচারিত হইতেছে না । এমন স্থলে, ইহাতে আদিরসাশ্রিষ্ট শ্লোকের সস্তাব কোনও অংশে দোষাবত হইতে পারে না। আমাদের বিবেচনায়, তাদৃশ শ্লোকগুলি শ্লোকমঞ্জরীতে সন্নিবেশিত হওয়া উচিত। যাহা হউক, তাহাদের সবিশেষ অনুরোধে, তথাবিধ শ্লোকগুলি শ্লোকমঞ্জরীর পরিশিষ্টস্বরূপ মুদ্রিত হইতেছে। পরিশিষ্টমৃ ১ । উত্থায় হৃদি লীয়ন্তে দরিদ্রাণাং মনোরথাঃ । বালবৈধব্যদন্ধানাং কুলস্ত্ৰীণাং কুচাবিব ॥ ২ । গোপনে জীবনগ্রানির্মানহানিরগোপনে । অনুঢ়ানঙ্গপীড়েব মমেয়ং মানসী ব্যথা ॥ ৩ । মৃত্যুঃ শরীরগোপ্তারং স্বীকৰ্ত্তারং বসুন্ধর । ছশচরিত্রেব হসতি স্বামিনং স্থতবৎসলম্ ॥ (১) অমুনা মুবিহীনেন। নায়ং মুকুন্দকুঞ্জঃ অতো নানেন মে প্রয়োজনম! পূৰ্ব্বাদ্ধ সখীর উক্তি ; উত্তরাদ্ধ রাধার উক্তি । 鬱

  • >२