পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qや বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা স্বাগতজিজ্ঞাসার্থে, প্রেরিত হইলেন । কলিকাতায় উত্তীর্ণ হইলে, তাহাদের যেরূপ সমাদর হইয়াছিল, লার্ড ক্লাইব ও বান্সিটার্ট সাহেবেরও সেরূপ হয় নাই। আসিবা মাত্র, সতরট সেলামি তোপ হয়, ও তাহাদের সংবৰ্দ্ধনা করিবার নিমিত্ত, কোন্সিলের সমুদয় মেম্বর একত্র হন । তথাপি তাহাদের মন উঠিল না। তাহার। ডিরেক্টরদিগের নিকট এই অভিযোগ করিয়া পাঠাইলেন, আমরা সমুচিত সমাদর প্রাপ্ত হই নাই ; আমাদের সংবৰ্দ্ধনা করিবার নিমিত্ত, সৈন্য বহিস্কৃত করা যায় নাই ; সেলামি তোপও উপযুক্ত সংখ্যায় হয় নাই ; আমাদের সংবৰ্দ্ধনা, কোন্সিলগুহে না করিয়া, হেষ্টিংসের বাটতে করা হইয়াছিল ; আর, আমরা যে নূতন গবৰ্ণমেণ্টের অবয়ব স্বরূপ আসিয়াছি, উপযুক্ত সমারোহ পূৰ্ব্বক, তাহার ঘোষণা করা হয় নাই । ২০এ অক্টোবর, কোন্সিলের প্রথম সভা হইল ; কিন্তু বারওয়েল সাহেব তখন পর্য্যন্ত না পহুছিবাতে, সে দিবস কেবল নূতন গবর্ণমেণ্টের ঘোষণা মাত্র হইল ; অন্যান্য সমুদয় কৰ্ম্ম, আগামী সোমবার ২৪এ তারিখে বিবেচনার নিমিত্ত, রহিল। নূতন মেম্বরের ভারতবর্ষের কার্য্য কিছুই অবগত ছিলেন না ; অতএব, সভার আরম্ভ হইলে, হেষ্টিংস সাহেব কোম্পানির সমুদয় কাৰ্য্য যে অবস্থায় চলিতেছিল, তাহার এক সবিশেষ বিবরণ তাহাদের সম্মুখে ধরিলেন। কিন্তু, প্রথম সভাতেই, এমন বিবাদ উপস্থিত হইল যে, ভারতবর্ষের রাজশাসন, তদবধি প্রায় সাত বৎসর পর্য্যন্ত, অত্যন্ত বিশৃঙ্খল হইয়াছিল। বারওয়েল সাহেব একাকী গবর্ণর জেনেরলের পক্ষ ছিলেন ; অন্ত তিন মেম্বর, সকল বিষয়ে, সৰ্ব্বদা, তাহার বিরুদ্ধ পক্ষেই মত দিতেন । তাহাদের সংখ্যা অধিক ; সুতরাং, গবর্ণর জেনেরল কেবল সাক্ষিগোপাল হইলেন ; কারণ, যে স্থলে বহুসংখ্যক ব্যক্তির উপর কোনও বিষয়ের ভার থাকে, তথায় মতভেদ হইলে, অধিকাংশ ব্যক্তির মত অনুসারেই, সমস্ত কাৰ্য্য সম্পন্ন হইয়া থাকে। বস্তুতঃ, সমস্ত ক্ষমতা তাহাদের হস্তেই পতিত হইল। তাহদের ভারতবর্ষে আসিবার পূৰ্ব্বে, হেষ্টিংস এতদ্দেশে যে সকল ঘোরতর অত্যাচার ও অন্যায়ীচরণ করিয়াছিলেন, তাহারা তৎসমুদায় সবিশেষ অবগত ছিলেন, এবং হেষ্টিংসকে অতি অপকৃষ্ট লোক স্থির করিয়া রাখিয়াছিলেন ; এজন্য, হেষ্টিংস যাহা কহিতেন, হ্যায় অন্যায় বিবেচনা না করিয়া, এক বারে তাহা অগ্রাহ করিতেন ; সুতরাং, তাহারা যে রাগদ্বেষশূন্ত হইয়। কাৰ্য্য করিবেন, তাহার সম্ভাবনা ছিল না। হেষ্টিংস সাহেব, কিয়ৎ দিবস পূর্বে, মিডিণ্টন সাহেবকে লক্ষ্মেী রাজধানীতে রেসিডেন্ট নিযুক্ত করিয়াছিলেন ; এক্ষণে, নূতন মেম্বরর র্তাহাকে, সে কৰ্ম্ম পরিত্যাগ