পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ (tఏ বারংবার প্রস্তাব করিয়া পাঠাইলেন, জামীন লইয়া নন্দকুমারকে কারাগার হইতে মুক্ত করিতে হইবেক । কিন্তু জজের ঔদ্ধত্য প্রদর্শন পূর্বক তাহ অস্বীকার করিলেন । বিচারের সময় উপস্থিত হইলে, জজের ধৰ্ম্মাসনে অধিষ্ঠান করিলেন ; জুরীর নন্দকুমারকে দোষী নিৰ্দ্ধারিত করিয়া দিলেন ; জজের নন্দকুমারের প্রাণদণ্ডের আদেশ প্রদান করিলেন । তদনুসারে, ১৭৭৫ খৃঃ অব্দের জুলাই মাসে, তাহার ফাসি হইল । যে দোষে, সুপ্রীম কোটের বিচারে, নন্দকুমারের প্রাণদণ্ড হইল, তাহা যদি তিনি যথার্থই করিয়া থাকেন, সুপ্রীম কোর্ট স্থাপিত হইবার ছয় বৎসর পূৰ্ব্বে করিয়াছিলেন ; সুতরাং, তৎসংক্রান্ত অভিযোগ, কোনও ক্রমে, সুপ্রীম কোর্টের গ্রাহ ও বিচাৰ্য্য হইতে পারে না । বিশেষতঃ, যে আইন অনুসারে এই সুবিচার হইল, হ্যায়পরায়ণ হইলে, প্রধান জজ সর ইলাইজা ইম্পি, কদাচ উপস্থিত ব্যাপারে, ঐ আইনের মৰ্ম্ম অনুসারে, কৰ্ম্ম করিতেন না। কারণ, ঐ আইন ভারতবর্ষীয় লোকদিগের বিষয়ে প্রচলিত হইবেক বলিয়া নির্দিষ্ট হয় নাই । ফলতঃ, নন্দকুমারের প্রাণদণ্ড ন্যায়মার্গ অনুসারে বিহিত হইয়াছে, ইহা কোনও ক্রমে প্রতিপন্ন হইতে পারে না। এতদেশীয় লোকেরা, এই অভূতপূৰ্ব্ব ব্যাপার দর্শনে, এক বারে হতবুদ্ধি হইলেন। কলিকাতাবাসী ইঙ্গরেজেরা প্রায় সকলেই গবর্ণর জেনেরলের পক্ষ ও র্তাহার প্রতি আতিশয় অনুরক্ত ছিলেন; তাহারাও, অবিচারে নন্দকুমারের প্রাণদণ্ড দেখিয়া, যৎপরোনাস্তি আক্ষেপ ও বিরাগপ্রদর্শন করিয়াছিলেন । নন্দকুমার এতদ্দেশের এক জন অতি প্রধান লোক ছিলেন। ইঙ্গরেজদিগের সৌভাগ্যদশা উদিত হইবুর পূৰ্ব্বে, তাহার এরূপ আধিপত্য ছিল যে, ইঙ্গরেজেরাও, বিপদ পড়িলে, সময়ে সময়ে, তাহার আনুগত্য করিতেন ও শরণাগত হইতেন । নন্দকুমার দ্বরাচার ছিলেন, যথার্থ বটে ; কিন্তু, ইম্পি ও হেষ্টিংস তাহ অপেক্ষ অধিক ছরাচার, তাহার সন্দেহ নাই । নন্দকুমার, হেষ্টিংসের নামে, নানা অভিযোগ উপস্থিত করিতে আরম্ভ করিয়াছিলেন । হেষ্টিংস দেখিলেন, নন্দকুমার জীবিত থাকিতে র্তাহার ভদ্রস্থত। নাই ; অতএব, যে কোনও উপায়ে, উহার প্রাণবধ করা নিতান্ত আবশ্বক। তদনুসারে, কামাল উদ্দীনকে উপলক্ষ করিয়া, স্বপ্রম কোর্টে পূৰ্ব্বোক্ত অভিযোগ উপস্থিত করেন । ধৰ্ম্মাসনারূঢ় ইম্পি, গবর্ণর জেনেরলের পদারূঢ় হেষ্টিংসের পরিতোষার্থে, এক বারেই ধৰ্ম্মাধৰ্ম্মজ্ঞান ও হ্যায় অন্যায় বিবেচনায় শূন্ত হইয়া, নন্দকুমারের প্রাণবধ করিলেন। হেষ্টিংস, তিন চারি বৎসর