পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সুপ্রীম কোট নামক বিচারালয়ের সহিত গবৰ্ণমেণ্টের বিরোধ উপস্থিত হওয়াতে, অনেক বৎসর পর্য্যন্ত, দেশের পক্ষে অনেক অমঙ্গল ঘটিয়াছিল। ঐ বিচারালয়, ১৭৭৪ খৃঃ অব্দে, স্থাপিত হয়। কোম্পানির রাজশাসনের সহিত ইহার কোনও সম্পর্ক ছিল না । ভারতবর্ষে আসিবার সময়, জজদের এইরূপ দৃঢ় বিশ্বাস ছিল, প্রজাদিগের উপর ঘোরতর অত্যাচার হইতেছে ; মুখ্ৰীম কোট তাহাদের ক্লেশনিবারণের এক মাত্র উপায় । তাহারা, চাদপাল ঘাটে, জাহাজ হইতে অবতীর্ণ হইয়া দেখিলেন, দেশীয় লোকেরা রিক্ত পদে গমনাগমন করিতেছে । তখন তাহীদের মধ্যে এক জন কহিতে লাগিলেন, দেখ ভাই ! প্রজাদের ক্লেশের পরিসীমা নাই ; আবশ্যক না হইলে আর সুপ্রীম কোর্ট স্থাপিত হয় নাই । আমি সাহস করিয়া বলিতেছি, আমাদের কোর্ট ছয় মাস চলিলেই, এই হতভাগ্যদিগকে জুতা ও মোজা পরাইতে পারিব । ব্রিটিস সজেক্ট, অর্থাৎ ভারতবর্ষবাসী সমুদয় ইঙ্গরেজ, ও মহারাষ্ট্ৰখাতের অন্তর্বত্তী সমস্ত লোক, ঐ কোর্টের এলাকার মধ্যে ছিলেন। আর ইহাও নির্দিষ্ট হইয়াছিল, যে সকল লোক, সাক্ষাৎ অথবা পরম্পরায়, কোম্পানি অথবা ব্রিটিস সজেক্টের কার্য্যে নিযুক্ত থাকিবেক, তাহারাও ঐ বিচারালয়ের অধীন হইবেক । সুপ্রীম কোটের জজেরা, এই বিধি অবলম্বন করিয়া, এতদেশীয় দূরবর্তী লোকদিগের বিষয়েও হস্তক্ষেপ করিতে আরম্ভ করিলেন । র্তাহারা কহিতেন, যে সকল লোক কোম্পানিকে কর দেয়, তাহারাও কোম্পানির চাকর । পালিমেণ্টের অত্যন্ত ক্রটি হইয়া ছিল যে, কোটের.ক্ষমতার বিষয় স্পষ্ট রূপে নিৰ্দ্ধারিত করিয়া দেন নাই । তাহারা, এক দেশের মধ্যে, পরস্পরনিরপেক্ষ অথচ পরস্পর প্রতিদ্বন্দ্বী, দুই পরাক্রম স্থাপিত করিয়া, সাতিশয় অবিবেচনার কার্য্য করিয়াছিলেন। এক্ষণে, উভয় পক্ষের পরস্পর বিবাদানল বিলক্ষণ প্রদীপ্ত হইয়া উঠিল । সুপ্রীম কোর্টের কার্য্যারস্ত হইবা মাত্র, তথাকার বিচারকের। আপনাদের অধিকার বিস্তার করিতে আরম্ভ করিলেন। যদি কোনও ব্যক্তি, ঐ আদালতে গিয়া, শপথ করিয়া বলিত, অমুক জমীদার আমার টাকা ধারেন, তিনি শত ক্রোশ দূরবর্তী হইলেও, তাহার নামে তৎক্ষণাৎ পরোয়ান বাহির হইত, এবং কোনও ওজর না শুনিয়া, তাহাকে ধরিয়া আনিয়া জেলখানায় রাখা যাইত ; পরিশেষে, আমি মুখ্ৰীম কোর্টের অধীন নহি, এই বাক্য বারংবার কহিলেই, সে ব্যক্তি অব্যাহতি পাইতেন ; কিন্তু তাহাতে র্তাহার যে ক্ষতি ও অপমান হইত, তাহার কোনও প্রতিবিধান হইত না । এই কুরীতির দোষ, অল্প কাল মধ্যেই, প্রকাশ পাইতে লাগিল। যে সকল প্রজ ইচ্ছ। পুৰ্ব্বক কর দিত না ; তাহার,