পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা পাঠাইলেন। এ বিষয়ে বিশেষ বিবেচনা হইয়া, নূতন আইন জারী হইল। তাহাতে, সুপ্রীম কোর্টের জজেরা, সমস্ত দেশের উপর কর্তৃত্ব চালাইবার নিমিত্ত, যে ঔদ্ধত্য করিতেন, তাহ রহিত হইয়া গেল । এই আইন জারী হইবার পূৰ্ব্বেই, হেষ্টিংস সাহেব জজদিগের বদনে মধুদান করিয়া, সুপ্রীম কোর্টকে ঠাণ্ডা করিয়াছিলেন । তিনি চীফ জষ্টিস সর ইলাইজা ইম্পি সাহেবকে, মাসিক ৫০ ০০ টাকা বেতন দিয়া, সদর দেওয়ানী আদালতের প্রধান জজ করেন, এবং আফিশের ভাড়া বলিয়া, মাসে ৬০০ টাকা দিতে আরম্ভ করেন ; আর, এক জন ছোট জজকে, চুচুড়ায় এক নূতন কৰ্ম্ম দিয়া, বড় মানুষ করিয়া দেন । ইহার পর কিছু কাল, সুপ্রীম কোটের কোনও অত্যাচার শুনিতে পাওয়া যায় নাই । এই সময়ে, হেষ্টিংস সাহেব, দেশীয় বিচারালয়ের অনেক সুধারা করিলেন ; দেওয়ানী মোকদমা শুনিবার নিমিত্ত, নানা জিলাতে দেওয়ানী আদালত স্থাপিত করিলেন ; প্রবিন্সল কোর্টে কেবল রাজস্ব সংক্রান্ত কার্য্যের ভার রাখিলেন । চীফ জষ্টিস, সদর দেওয়ানী আদালতের কৰ্ম্মে বসিয়া, জিলা আদালতের কৰ্ম্মনিৰ্ব্বাহার্থে কতকগুলি আইন প্রস্তুত করিলেন । এই রূপে, ক্রমে ক্রমে, নব্বইটি আইন প্রস্তুত হয়। ঐ মূল অবলম্বন করিয়াই, কিয়ৎ কাল পরে, লার্ড কর্ণওয়ালিস দেওয়ানী আইন প্রস্তুত করেন । সর ইলাইজা ইম্পি সাহেবের সদর দেওয়ানীতে কৰ্ম্মস্বীকারের সংবাদ ইংলণ্ডে পহুছিলে, ডিরেক্টরের, অত্যন্ত অসন্তোষপ্রদর্শন পূৰ্ব্বক, ঐ বিষয় অস্বীকার করিলেন। কিন্তু র্তাহারা বুঝিতে পারিলেন, হেষ্টিংস, কেবল শান্তিরক্ষার্থেই, তদ্বিষয়ে সম্মত হইয়াছেন । রাজমন্ত্রীরাও, সদর দেওয়ানীতে কৰ্ম্ম স্বীকার করিয়াছেন বলিয়, সর ইলাইজ ইম্পি সাহেবকে, কৰ্ম্ম পরিত্যাগ করিয়া, ইংলণ্ডে প্রতিগমন করিতে আদেশ দিলেন, এবং তিনি পূৰ্ব্বোক্ত কৰ্ম্ম স্বীকার করিয়াছিলেন বলিয়া, তাহার নামে অভিযোগ উপস্থিত করিলেন। সর গিলবর্ট এলিয়ট সাহেব তাহার অভিযোক্ত নিযুক্ত হইলেন। ইনিই, কিছু কাল পরে, লার্ড মিণ্টে নামে, ভারতবর্ষের গবর্ণর জেনেরল হইয়াছিলেন। ১৭৮০ সালের ১৯এ জানুয়ারি, কলিকাতায় এক সংবাদপত্র প্রচারিত হইল ; তৎপূৰ্ব্বে ভারতবর্ষে উহ। কখনও দৃষ্ট হয় নাই । হেষ্টিংস সাহেব, ইহার পর চারি বৎসর, বাঙ্গালার কার্য্য হইতে অবস্থত হইয়া, বারাণসী ও অযোধ্যার রাজকাৰ্য্যের বন্দোবস্ত, মহীশূরের রাজা হায়দর আলির সহিত যুদ্ধ, ভারতবর্ষের সমুদয় প্রদেশে সন্ধিস্থাপন, ইত্যাদি কার্য্যেই অধিকাংশ ব্যাপৃত রহিলেন । তিনি