পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস --দ্বিতীয় ভাগ \ుసి অযোধ্যা ও বারাণসীতে যে সমস্ত ঘোরতর অত্যাচার করিয়াছিলেন, সে সমুদয় প্রচারিত হওয়াতে, ইংলণ্ডে র্তাহাকে পদচ্যুত করিবার প্রস্তাব হইয়াছিল। কিন্তু ইষ্ট ইণ্ডিয়৷ কোম্পানির অধ্যক্ষগণের সম্মতি না হওয়াতে, তিনি স্বপদেই থাকিলেন । হেষ্টিংস, ১৭৮৪ সালের শেষ ভাগে, আর এক বার অযোধ্যাযাত্রা করিলেন । ১৭৮৫ সালের আরস্তে, তথা হইতে প্রত্যাগমন করিয়া, তিনি আপন পদের উত্তরাধিকারী মেকফর্সন সাহেবের হস্তে ত্রেজরি ও ফোর্ট উইলিয়মের চাবি সমর্পণ করিলেন, এবং, জাহাজে আরোহণ করিয়া, জুন মাসে, ইংলণ্ডে উপস্থিত হইলেন । ১৭৮৪ সালে, এই দেশের পরম হিতকারী ক্লীবলণ্ড সাহেবের মৃত্যু হয়। তিনি, অতি অল্প বয়সে, সিবিল কৰ্ম্মে নিযুক্ত হইয়া, ভারতবর্ষে আইসেন। পহুছিবার পরেই, ভাগলপুর অঞ্চলের সমস্ত রাজকাৰ্য্যের ভার তাহার হস্তে সমপিত হয়। এই প্রদেশের দক্ষিণ অংশে এক পৰ্ব্বতশ্রেণী আছে, তাহার অধিত্যকাতে অসভ্য পুলিন্দজাতির বাস করিত। সন্নিকৃষ্ট জাতিরা সৰ্ব্বদাই তাহাদের উপর অত্যাচার করিত ; তাহারাও, সময়ে সময়ে পৰ্ব্বত হইতে অবতীর্ণ হইয়া, অত্যাচারীদিগের সর্বস্বলুণ্ঠন করিত। ক্লীবলণ্ড, তাহাদের অবস্থার সংশোধন বিষয়ে, নিরতিশয় যত্নবান হইয়াছিলেন ; এবং যাহাতে তাহারা মুখী হইতে পারে, সাধ্যানুসারে তাহার চেষ্টা করিতে ক্রটি করেন নাই । তাহার এই প্রয়াস সম্পূর্ণ রূপে সফল হইয়াছিল। ক্রমে তাহার অধীনস্থ সমস্ত প্রদেশের অবস্থার পরিবর্তন হইল ; পাৰ্ব্বতীয় অসভ্য পুলিন্দজাতিরাও, সভ্য জাতির স্যায়, শান্তস্বভাব হইয়া উঠিল । আবাদ না থাকাতে, ঐ প্রদেশের জল বায়ু অতিশয় পীড়াকর ছিল। তাহাতে ক্লীবলণ্ড সাহেব, শারীরিক অত্যন্ত অস্থস্থ হইয়া, স্বাস্থ্যলাভের প্রত্যাশায়, সমুদ্রযাত্রা করিলেন । তথায় তাহার মৃত্যু হইল। মৃত্যুকালে তাহার উনত্রিংশ বৎসর মাত্র বয়ঃক্রম ছিল। ডিরেক্টরের তদীয় সদগুণে এমন প্রীত ছিলেন যে, তাহার স্মরণার্থে সমাধিস্তম্ভনিৰ্ম্মাণের আদেশপ্রদান করিলেন । তিনি যে অসভ্য অকিঞ্চন পাৰ্ব্বতীয়দিগকে সভ্য করিয়াছিলেন, তাহারাও অনুমতি লইয়া, তদীয় গুণগ্রামের চিরস্মরণীয়তাসম্পাদনার্থে, এক কীৰ্ত্তিস্তম্ভ নিৰ্ম্মিত করিল। এতদেশীয় লোকের, ইহার পূৰ্ব্বে, আর কখনও, কোনও যুরোপীয়ের স্মরণার্থে, কীৰ্ত্তিস্তম্ভ নিৰ্ম্মিত করেন নাই । ১৭৮৩ সালে, সর উইলিয়ম জোন্স, সুপ্রীম কোর্টের জজ হইয়া, এতদ্দেশে আগমন করেন। তিনি, বিদ্যানুশীলন দ্বার, স্বদেশে বিলক্ষণ খ্যাতিলাভ করিয়াছিলেন। তাহার