পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ᏹb~ বিদ্যাসুন্দর । পিছে হটে মারে তাল দেখিতে সাক্ষাত কাল অকালেতে জলদের ধবনি ॥ বাহুযুদ্ধে বুঝে ভেলা ভূমে পড়ে করে খেলা সন্ধান সভাই ভাল জানে । পরস্পর ছিদ্র চায় যে ফরে পালোটে পায় হা করিয়া এক চোট হানে ॥ কোটী কোট তিরন্দাজ যে যা বিন্ধে একান্দাজ রায়বাশে কেহ নহে টুট)। বাঘে ও মহিষে লড়ে ধারা বয়্যা রক্ত পড়ে কোমকে মান যুঝে দুটা ॥ 헌 5 ক্রমে ক্রমে সুকবি সুন্দর ভ্রমে কত ঠাই কত চমৎকার। কালিকার পূর্ণ দৃষ্টি পুরী বিশ্বকৰ্ম্মাহুষ্টি স্বষ্টিতে তুলনা নাহি যার । ধন্য ধন্ত পুণ্য দেশ কি কহিব সবিশেষ সাক্ষাতে শঙ্করী হেন বাসি । o কালী পাদপদ্মা-তলে শ্ৰীকবিরঞ্জন বলে আনন্দিত কবি গুণরাশি ॥ বাজার বর্ণন । তার আগে দেখে কবি রাজার বাজার । বিদেশী বেপারি বৈসে হাজারে হাজার ॥ বণিজি দোকানি কত শত শত ঠাই । মণি মুক্ত। প্রবাল আদির সীমা নাই।