পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দর । ইরাবতী মনে হাসে সুধার সাগরে ভাসে । শ্ৰীপ্রসাদ বলে কবি কুতূহলে চলিল মালিনীবাসে। মালিনীর পূষ্পচয়ন ও হাটে গমন । সুন্দর চলিয়া গেলা মালিনী নলয় । পরম কৌতুকে রাম তোলে পুষ্পচয় ॥ তোলে বক চম্পক কস্তর সেফালিকা । জাতি জুতি গন্ধরাজ মালতী মল্লিকা ৷ শতদল স্থলপদ্ম স্বৰ্য্যমণি ফুল । কুনা জবা কৃষ্ণকেলি টগর বকুল ৷ কাঞ্চন মাধবীলতা শোণ সৰ্ব্বজয় । অশোক অপরাজিত নিশিগন্ধ কেয় । সেউতি গোলাব নাগকেশর মুগন্ধ। কিংশুক ধাতকি ঝিণ্টি তোলে মুচকন্দ ॥ তুলিল কুসুম যত কত কব নাম। : পাচ সাত সাঝি পূরি চলে নিজ ধাম ॥ বার দিয়া বসিল বিনোদবর পাশে । বাসনা বলিতে মারে ফিক ফিক্‌ হাসে ॥ ভাবে কবি এ মাগা বয়সে দেখি পোড় । ভাবে দেখি এ প্রকার হয় নাই বুড় । কটির কাপড় গাণ্টি কতবার খোলে । ভূজপাশ উদাস গা ভাঙ্গে হাই তোলে ।