পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Հ বিদ্যাসুন্দর । মরি শোকে নিত্য মোকে হাসে লোকে কহে তোকে বিদ্যা বিনোদিনী ডাকে কাছে ॥ তুমি মান্য রাজকন্ত বট ধষ্ঠা এত অন্তা সনে করিয়াছ কিবা কায । রসমই শুন কই যুবা নই বৃদ্ধ হই এক রই আই মা কি লাজ ॥ এতোকাল আছি নিষ্ঠ দেখ মিথ্যা অপ্রতিষ্ঠা কহ কি শুনিলা কার ঠাই । ক্ষমা কর ঠাকুরাণী ভব্যত তোমার জানি নিলজ্জ আমার পর নাই ॥ পুনঃ রাম কহে ভtষ ছাড় হীরা পরিহাস তোমার চিহ্ণিত আমি বটি । ঐকবিরঞ্জন কহে মিথ্য নহে দেহ দহে বিদ্যার ধরেছে ছটফট ৷ মালিনী ও বিদ্যার কথোপকথন । একান্ত কাতরা বুঝি বিদ্যা বিনোদিনী । কহে হীরাবতী হাসি গুন কমলিনী ॥ জন্মেজন্মে নানা পুণ্যপুঞ্জ তব ছিল । সেই ফল হেতু বর এমনি মিলিল । দৃষ্ট নহে শ্রত নহে রূপ হেনরূপ । গুণসিন্ধু-সুত গুণসিন্ধুর স্বরূপ ॥ কাঞ্চীনামে দেশ ধাম সুধাময় হাস্ত । সুন্দর সুন্দর নাম পদ্মসুন্দরাস্ত ॥