পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালিনী ত্ত বিদ্যার রহস্য। Ꮼ☾ অদ্ভূত চরিত্র চিত্তমধ্যে লাগে ধন্দ । প্রফুল্ল কমলে মধু পিয়ে মকরন্দ ॥ চকোর খঞ্জনে প্রেম আলিঙ্গন করে । বিকচকমলে চানো বারিবিন্দু ঝরে ॥ মনের বাসন পূর্ণ তুর্ণ রসে ক্ষম । মুখে মন্দ মন্দ হাস বাস পরে রাম ॥ রূপস-রূপসী নিশিশেষে নিদ্রা যায়। প্রভাকর প্রকাশিল রজনী পোহtয় ॥ সুকবি সুন্দর গেলা মালিনীর বাসে । কহিল। সকল কথা বসি তার পাশে ॥ ঐকবিরঞ্জমে কালী হও কৃপামই। আমি তুয়া দাসদাস দাসীপুত্র হই। পরদিন মালিনীর ও বিদ্যার রহস্য কথোপকথন । শুনিয়া নিশির কথা মনে মনে হাস্যযুত হীরাবতী প্রফুল্ল অস্তরে। . নানা ফুলে নানা ভাতি যেন মুকুতার পাতি হার গাথি লইল সত্বরে ॥ গেল নৃপসুতাপাশে রামা হাসে লাজ বাসে অধোমুখে বিধুমুখ ঢাকে। অগুসারি যত্ব করি মালিনীর হাতে ধরি সমাদরে বসাইল৷ তাকে ॥