পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যার মানভঞ্জন | Wo% • সদা পুটাঞ্জলি-পাণি শ্ৰীকবিরঞ্জন-বাণী বিমুক্ত করহ মায়াপাশে । ভবাসন্ধু পার হেতু অভয় চরণ সেতু উমা আমি উরহ মানসে ॥ _ বিদ্যার মানভঞ্জন । কৰি কহে বটে মাসি পরামর্থ পাকা । হীরা বলে চাহি বাপু ঘটকালি টাকা । দেখাইল যে যে দ্রব্য পেয়েছিল তথা । দও দুই বসি কহে নানা রসকথা ॥ 鬱 মান করি পূজে কবি শঙ্করঘরণী । যে পদপঙ্কজ ভবসাগরতরণী ॥ রন্ধন ভোজন করে রাজার নন্দন । নিদ্ৰালন্তে কিছুকাল করিল শয়ন ॥ নিশিযোগে নিজাঙ্গনাবাসে গেল রঙ্গে । কৌতুকে রমণমুখ রমণীর সঙ্গে। দিবাভাগে নানা বেশ ধরে গুণধর। ভ্রমণ করয়ে নিত্য রাজার সহর । কখন পরমহংস ষতি ব্ৰহ্মচারী। কখন বা বৈষ্ণব তিলক কণ্ঠিধারী ॥ নগরের লোক কেহ লক্ষিতে না পারে। পরম পুরুষ জানি ভক্তি করে তারে। এক দিন কৈল কবি ঔদাস্ত উদয় । না গেল সে দিন বিদ্যাবর্তীর আলয় ॥