পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যার গর্ভ শ্রবণে সখিগণের খেদ । ৬৯ ফির দেহ মদপিত চুম্ব আলিঙ্গন। আর কেন জানা গেল চরিত্র যেমন ॥ কবিবর বিনোদ বৈদগ্ধ্যগুণে ভাষে । ফুরাইল মান ফিরে ফিক ফিক্‌ হাসে ॥ আবেশে অধিক আরো আঁটি ধরে গল। আলিগণ বলে মাগে। এত জান ছল ॥ প্রসাদে প্রসন্ন হও কালী কৃপামই। আমি তুয়া দাসদাস দাসী পুত্ৰ হই ।

  • maa

বিদ্যার গর্ভ দৃষ্টে সখীগণের নানা যুক্তিচিন্তা । ৰতকাল গোণে বিদ্যা নবকুসুমিত। সুলোচনা প্রভৃতি সকলে পুলকিত ॥ পুনর্বিভ করে গুণসিন্ধুর তনয়। রজোযোগে রূপবতী গৰ্ত্তবতী হয় ॥ দুই তিন চারি পাচ মাসেতে প্ৰবৰ্ত্ত। সহচরী বলে বড় হইল অনর্থ। বিরলে বসিয়া যুক্তি করে জুনে জনে। কেহ বলে এই দায় এড়াব কেমনে ॥ কেহ বলে ভাবিয়া জন্মিল মোর বাই। কেহ বলে চল দেশ ছাড়িয়া পলাই ॥ কেহ বলে নিরবধি ভয়ে কাপে প্রাণ । ভূপতি শুনিলে কাটিবেক নাক কাণ ॥