পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যান্থন্দর। কেহ বলে অকস্মাৎ হেঙ্গে কি উৎপাত । চেষ্টা কর কোনরূপে গর্ভ হয় পাত ॥ কেহ বলে বিদ্যা মেনে কামগতিশয় । রাজপুরে একি কাল তনয়৷ উদয় ॥ কেহ বলে মরুক গলায় দিয়া দড়ী। রাতে দিনে পড়ে থাকে ফুট জড়াজড়ী ॥ বিয়ারাত্রে দেখিলাম বর চান্দপার। ছুড়ীর ছাপানে ছোড়া হল তত্ত্বসার ॥ কহিলাম কতমত ভূপতিকে বল । তখন করিল তুচ্ছ এখন এ ফল । কেহ বলে স্ত্রীবুদ্ধিতে পরমাদ ঘটে । কেহ কহে এই কথা শাস্ত্রসিদ্ধ বটে ॥ স্ত্রীবুদ্ধে মরিল দশরথ পেয়ে শোক । স্ত্রীবুদ্ধে মজিল লঙ্ক। খ্যাত তিন লোক । লয়েছি সবাই শিরে কলঙ্কের ডালী। কেহ বলে চার নাই যে করেন কালী ॥ কেহ বলে এত কেন চিন্তা কর সই। রাণীর নিকটে গিয়া সবিশেষ কই ॥ । ভাল মন্দ তার ঘাড়ে অারের তা কি । উদরে ধরেছে কেন কুলখাকী ঝি ॥ অতি বাম মো সবারে দূর করে দিবে। পৃথিবীটা পড়্য আছে ঠাই না মিলিবে। জীব দিয়াছেন কৃষ্ণ দিবেন আহার । সে প্রভুকে লাগে সই সবাকার ভার ॥