পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"iS& বিদ্যান্থন্দর । এবে দেখি বিরূপ সে রূপ গেল দূর । উদর ডাগর বড় বরণ পণ্ডুর ॥ শয়ন সতত ভুমে মৃত্তিকা ভক্ষণ । মাথা ঘোরে উকি তোলে ইকি অলক্ষণ । রাণী বলে কি কহিলে সৰ্ব্বনেশে কথা। বুঝি বা খাইল বিদ্য অভাগীর মাথ ॥ শ্রীরামপ্রসাদ বলে দেও সাদ ভেট । সে বড় যোয়াল মেয়ে বাদায়েছে পেট ॥ রাণীর বিদ্যা প্রতি ভৎসন । শুনি চমৎকার রাণী উঠে । পাছে শোনে ভূপ চুপ বুক করে দুপ দুপ কাপে কায় কলঘাম ছুটে । তয়ে মুখে উড়ে ধূলা পাছে রহে সখী ওলা উপনীত নন্দিনী নিকটে। ষে কহিল রামাচয় এ কথ, অন্তথা নয় গৰ্ত্তের লক্ষণ যত বটে ॥ পূৰ্ব্বরূপ ছার থার উদরের বড় ভার ধরাতলে শুয়েছে রূপসী। শিথিল কটির বাস ঘন বহে মৃদ্ধশ্বাস আস্তা-অাভ। প্রভাতের শশী ॥ সন্মুখে প্রসবস্থলী উঠে বিদ্যা কৃতাঞ্জলি প্ৰণমিল লাঞ্জে নত মুখ।