পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭ বিদ্যামের । সমুচিত শাস্তি বিদ। তুই পাবি কালি । উণটা চোরে গৃহী বন্ধে সোরে দিস গালি ৷ বিদ্যা বলে পুনঃ পুনঃ কত কটু কও। চারা নাই মাগে। তুমি গুরু লোক হও । গলায় অঙ্গুলি দিয়া কেন তেীশ কাশ। আপনিই আপনার কর সব্বনাশ । কাল বড় কুৎসিত আমাকে কর মাপ । খড়িতে কেচুয় পড়ে উঠে কাগ সাপ ॥ কিবা ডাক ছাড় তুমি কিব। তাত নাড়। ভাল বটে জয়ন্ত মাছেতে পোকা পাড় ॥ বারে বারে যত কহি কথা নাহি মান । যেমন আমার রতি সুন্দর তা জল ৷ অনাথিনীপ্রায় পড়ে থাকি এই ঠাই । পুরুষ কেমন কভু চক্ষে দেখি নাই ॥ সবেমাত্র সেইভাবে দেখেছেন বাপ । গৰ্ত্ত গন্তু বলে কেন দেহ মনস্তাপ ॥ দুঃখের উপরে দুঃখ এ বড় উৎপাত। কোথা বান্ধিবেক তাগী শিরে সপাঘাত ॥ রাণী বলে মরু-মেনে একি আর পাপ । তবে বুঝি এ কৰ্ম্ম করেছে তোর বাপ ॥ তোর এ কথায় গায় কাটে যেন বিছ । পেটে ছেলে লড়েচড়ে তবু বলে মিছা ॥ ক্রোধে কম্পবান তনু ঘৃণিত লোচন । সখীগণ প্রতি কহে কর্কশ বচন । o