পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণী সহ বিদ্যা ও সখীগণের পুনর্বাকৃছল । ৭৭ জাতিরক্ষা হেতু আছ বিদ্যার নিকটে । আপনারা ঘটক হইয়াছিল। বটে ॥ তো সবার দোষ নাহি কাল নহে ভালো । মাথায় করাত দিব কি ভেবেছ আলো ॥ করযোড়ে কহে তারা কেন কর রোষ । বিবেচনা করিলে কাহারো নাহি দোষ ॥ জন্মাবধি দেখি নাই পুরুষ কেমন । রাজরাণী বট কেন কথা গো এমন ॥ বাহিরে প্রহরী থাকে কুরন্ত কোটাল । মনুষ্যসঞ্চার নাহি একি ঠাকুরাল ॥ . উচিত কহিতে কিন্তু মৰ্ম্মে পাবে পীড়। রমণী রমণী সঙ্গে নাহি করে ক্রীড়া ৷ ভগীরথজন্মকথা শুনিয়াছি কাণে । সে কালের মেয়ে তারা এ কালে না জানে ॥ তবে কে করিল গৰ্ত্ত এত বড় রঙ্গ । ছাড় মেনে ঠাকুরাণি এ পাপপ্রসঙ্গ ॥ আপনার মান গো আপনি যত্নে রাখি । লোকে বলে কাটা কান চুল দিয়া ঢাকি ॥ আকাশে ফেলিতে ছেপ এসে গায়ে পড়ে । বাড়া কিবা কহিব কথায় কথা বাড়ে ॥ অবিচারে কর নষ্ট তার চারা কিবা । যার রীত যেমন জানেন মাত্র শিবা ॥ শ্রীকবিরঞ্জন বলে করি কৃতাঞ্জলি। শ্রীরামকুলালে মাতা দেহ পদধূলি ৷