পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাস্থলদর । কেন্দে কহে কি কর মা কৃপাময়ি কালি । আজ্ঞা তব বৃথ হয় একি ঠাকুরালি ৷ যদ্যপি ন মিলে চোর রাজী প্রাণ লবে । দুৰ্গতিনাশিনী দুর্গ নাম কেন তবে ॥ ছয় দিন গেল কালি কালি সপ্ত দিবা । মরণ নিকটে মাগো বাড়া কব কিবা ॥ চিস্তাযুক্ত বৃক্ষতলে বসিল বাঘাই । করপুটে কহে কিছু তার ছোট ভাই ॥ বুদ্ধির সাগর তুমি বট মহাশয় । বিপদে রিশিষ্ট লোক বুদ্ধিহীরা হয় ॥ ভাৰ্য্যাবাক্যে ভগবান ভুলিলা আপনি । কনককুরঙ্গ পাছে গেল। রঘুমণি ॥ নল হেন মহারাজ বিপদে পড়িয়া । ঘোর বনে পলাইলা ঘরণী ছাড়িয় ॥ ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির হৈয়া বুদ্ধিহার । পাশায় করিলা পণ আপনার দার। ॥ যত বুদ্ধি পাও দাদা মনে নাহি ধরে । সবে মেলি যাই চল রাজকন্যা-ঘরে ॥ সিন্দরে মণ্ডিত কল্প রাজকন্যা-গৃহ । নিতান্ত মিলিবে চোর নাহিক সন্দেহ ॥ কুতূহলে কোতোয়াল কোলে করে ভাই । ভাল কথা বলেছিস্ ভাইরে মাঘাই ॥ অনুমতি হেতু কোতোয়াল কহে ভূপে । রাজ বলে ভাল চোর ধর কোনরূপে ॥