পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খন্দক লঙ্ঘন পরীক্ষা । তঞ্চ করে নিশানাথ দীৰ্ঘে কাটে দশ হাত পরিসর হাত তিল সাড়ে । করে ধরে খড়গ ঢাল (চু পাত কোতোয়tল খামটি করিয়া বৈসে পাড়ে ॥ ক্রোধে কহে পুনঃ পুনঃ সহচরীগণ শুন তোমরা সকলে হও ধীর । মাতিয়া যৌবন মদে রমণী দক্ষিণ পদে লঙিঘবে যে তার বড় কিরা ॥ অথবা পুরুষ যেই লঙিঘবে পরীক্ষা এই কদাচিত বাম পদে কেহ । সারোদ্ধার কহি আমি হুইবে রৌরবগামা সপ্তম পুরুষ মৃদ্ধ সেহ। কহিলাম আগে ভাগে শত ব্ৰহ্মহত্য। লাগে ধৰ্ম্মপথে থাকিলে মঙ্গল । জন্মিলে মরণ অাছে ভোগ ভোগ হয় পাছে নারকির জনম বিফল ৷ কোটালের কটু কথা কবি করে হেঁট মাথা বিচারিল ধরিল কোটাল । পুৰ্ব্ব জগদম্বাদেশ কদাচন। রবে ক্লেশ কিন্তু দুঃখ সম্প্রতি জঞ্জাল ॥ যা করেন কৃপামই যাম্য পদে পার হই কতকাল হৈয়া রব চোর।