পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণীর বিদ্যার প্রতি বিলাপ । >ာခ ফুল্ল কোকনদ মঞ্জু যুগপদ নাভি ভূধর বিবর ॥ বিদ্যাবতী মুখে মুখ দিয়া দুঃখে ডুগরিয়া কানো রাণী । জন্মে জন্মে পাপ হেন মনস্তাপ ভুঞ্জিব স্বপ্নে না জানি ॥ কি বিদগ্ধ বিধি রসময় নিধি নিরমিল তোর লাগি । অনেক যতনে লভ্য এ র তনে হারালি ছি চি অভাগী ॥ তারাধিলি বিদ্য ত্ৰিভুবনারাধ্যা মহাবিদ্যা ভদ্রকালী । পূৰ্ব্ব কৰ্ম্ম ভোগ স্বামীর বিয়োগ যত তার ঠাকুরালি । কিবা কব তোরে না কহিলি মোরে গুপ্তে কণ্ঠে দিলি মালা । বিধির লিখন না হয় খণ্ডন এখন কে পায় জ্বালা ॥ ভূপতি দুৰ্ব্বার নাহিক নিস্তার নিতান্ত কাটিবে চোরে । হয়ে থাক রাড়ী পোড়াইতে নাড়ী ও এতেক ক্ষম্ম তোরে ॥ ঐপ্রসাদ কহে কথা মিথ্যা নহে কালীর কিঙ্কর যেই ।