পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৌত্ৰিশক্ষিরে কালী স্কৃতি । >9》 কাটে কাল কোটাল কর মা প্রতিকার । । কপর্দি-কামিনি কিব। করুণ। তোমার । খ ভবে ভ্রমহ মাগো হের হর ভয় । খগেশবাহিন শক্তি থলিকে প্রলয় ॥ থরথওগ করে ধর্যে থলথল হাসি । থলে বধে খেচরপালিনি রক্ষ আসি ॥ গিরিবরস্থত। গৌরি গণেশ-জননি । গগনবাসিনি বিদ্যা গিরীশ-গৃহিণি ॥ গয়া গঙ্গা গেীতমি গোমতি গোদাবরি। গুণত্রয় গুণময়ি গোকুল শঙ্করি ॥ ঘনাঘনরূপ দেবি ঘননিনাদিনি । ঘেরিল কোটালঘট ঘোর শব্দ শুনি ॥ ঘৃণায় ঘরণী কিন্তু ত্যজিবেক দেহ । ঘরে ঘরে ঘোষণা কুযশ তব এহ ॥ চামুণ্ড চণ্ডিকা চণ্ডমূণ্ডবিনাশিনি । চতুৰ্দ্দলচক্রে চক্রচয়বিভেদিনি ॥ চঞ্চলচরণভরে চমকিত ফণী । চাচর চিকুর চারু চুম্বিত ধরণী । ছার রিপু ছলেতে নাশ গো শীঘ্র শিবা ॥ ছাওয়ালেরে ছেড়ে দেহ কর মাগে। কিবা । ছলছল চক্ষু ছাতি ফাটে গে বন্ধনে । ছটফট করে প্রাণ ছাড়িবে কেমনে ॥ জন্মভূমি জননী জনক জনাৰ্দ্দন । জাহ্নবী জকারপঞ্চ ছদ্বন্ত বচন ।