পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । $6: ছিলেন ; তাঁহাতে ও বিদ্যাহণরের উপাখ্যান বর্ণিত আছে । রামপ্রসাদ সেই উপাথ্যানকে আদর্শ করিয়া কবিরঞ্জন রচনা করেন— কিন্তু বড়ই আক্ষেপের বিষয় যে, আমরা বিবিধ চেষ্টা করিয়াও কালিকামঙ্গলের একখণ্ড পাইলাম না— সুতরাং সে বিষয়ে কোন কথা বলতে পারা গেল না। কিন্তু এস্থলে একথা অবশ্য বল। যাইতে প্লারে যে, কবিরঞ্জন নিজ Gट्মধ্যে রাজসমক্ষে বিদ্যার রূপাদি বর্ণনা প্রসঙ্গে যে পাঁচটী শ্লোক উদ্ধার করিয়াছেন, এবং ভারতচন্দ্র ঐস্থলে যে ৫০ টা শ্লোক চোরপঞ্চাশৎ’ নামে তুলয় তাহার হ্রহপক্ষে ব্যাখ্যা করিয়াছেন, ঐ শ্লোকগুলি বদ্ধমানস্থিত স্থলারচোরের রচিত নহে । ঐ সকল শ্লোক ‘চোর’ নামক একজন প্রাচীন কবির রচিত। জয়দেব প্রসন্নরাঘব নাটকের প্রথমে ঐ চোরের নামোল্লেখ করিয়াছেন যথা- 蠍 যস্তাশ্চেরিশ্চিকুরানকরী কর্ণপুরো ময়ুরে হাসে হাসঃ কবিকুলগুরুঃ কালিদাসে। বিলাসঃ ॥ হর্ষে হর্ষে হৃদয়বসতিঃ পঞ্চবাণপ্ত বাণঃ কেষাং নৈযা কুথয় কবিতাকামিনী কৌতুকায় ॥ এতদভিন্ন আরও প্রাচীন শ্লোক আছে— যথা— “কবি রমর কবি রমরুঃ কবী চোর ময়ুরকৌ ” ইত্যাদি । যাহা হউক, ঐ চোব্লকবির প্রকৃত নাম বহুলণ ; তিনি বিন্ধ্য পৰ্ব্বতের সমীপস্থ কোন দেশে ৮০ • বৎসরেরও অধিক পূর্বে জন্মগ্রহণ করিয়াছিলেন। ঐ দেশের কোন রাজকদ্যার অধ্যাপনা কার্য্যে তিনি ব্ৰতী ছিলেন । ক্রমে উভয়ের প্রণয়বদ্ধ হওয়ায় গোপনে গান্ধৰ্ব্ব বিবাহ হয়—রাজা তাহা জানিতে পারিয়া বহুলণকে বধ করিবার জন্য শ্মশানে পাঠাইলে, তিনি তথায় বসিয়া ঐ সকল শ্লোক রচনা করেন। এক্ষণে কালিকা মঙ্গলকারই হউন, বা রামপ্রসাদই হউন, প্রথমে ঐ শ্লোক র্তাহীদের বর্ণনীয় বিষয়ের উপযোগী দেখিয়া, নিজ গ্রস্থ মধ্যে নামান্তরে প্রবেশিত করিয়াছেন ।” বিদ্যাসুন্দরের ঘটনা স্থান সম্বন্ধে পণ্ডিত রামগতি ন্যায়