পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 8 o বিদ্যান্থন্দর। নব্যলোক ভব্য হয় সভ্যসঙ্গে বটে। গুণ যেন দ্রব্য যোগ দিব্য গুণ ঘটে ৷ শ্ৰীকবিরঞ্জন কহে কালী কৃপামই। আমি তুয়া দাসদাস দাসীপুত্র হই। ভূপতির সভাস্থদ্ধ মশানে গমন । কোটালিয়৷ কটু বলে রাজার নিকটে চলে ভাট কহে নিৰ্ভয় উত্তর । শুন শুন মহারাজ বিপরীত তব কায যথোচিত উঠে যেয়্যে কর ॥ গুণসিন্ধু ধরাধি* খ্যাত নামে জম্বুদ্বীপ কলিযুগে যেন রঘুবীর। । নিৰ্ম্মল যাহার যশ প্রকাশিত দিগ দশ তার পুত্র সুন্দর সুধীর ॥ পুৰ্ব্ব পুণ্যপুঞ্জ হেতু কৃপান্বিত বৃষকেতু জামাত মিলিল তেই হেন। তুমি বিচক্ষণ ভূপ চরিত্র এমন রূপ পেয়্যে নিধি ঘৃণা কর কেন ৷ বিদ্যা বিনোদিনী’ কন্ত। ধরণীমণ্ডলে ধষ্ঠা শাপভ্রষ্টা জন্ম তব ঘরে। সুন্দর সামান্ত নর মা জানিও নৃপবর সত্য কহি তোমার গোচরে ॥ জানকী জীবন রাম কিম্ব গুমি কিম্বা কাম কিম্ব পুরন্দর কিম্ব শশী ।