পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুন্দরের প্রতি ভূপতির বিনয়োক্তি । শীঘ্ৰগতি নৃপবর ধর্যে জামাতার কর মুক্ত কৈল নিগড়বন্ধন।' গলে বস্ত্র ত্রস্ত উঠে নিকটে অঞ্জলিপুটে সবিনয় কহে সুবচন ॥ যেমন গোকুলপুরী কৌতুকে নবনি চুরী কৈলা প্রভু ত্ৰিভূবনপতি । গোপীমুখে শুনি বাণী রজু বান্ধে যুগপাণি তমোগুণে রাণী যশোমতী ॥ অথবা অজ্ঞাত বাসে বিরাটভূপতিপাশে বৎসরেক ছিল। যুধিষ্ঠির । বিধাত। বিমুখ তারে অক্ষপাট ফেলে মারে ফুট্যে ভালে পড়িল রুধির ॥ শেষে পেয়ে পরিচয় হৃদয়ে বিষম ভয় সকরুণে কহে গদগদ । চিত্তে না জন্মিল রোষ ক্ষমা কৈল তার দোষ ধৰ্ম্মপুত্র শাস্ত্রবিশারদ ॥ যেমত বিরাটরাজ না জানিয়া কৈল কায আমি সেইরূপ জ্ঞানহত। তুমি গুণসিন্ধুস্থত ধীর সর্বগুণযুত মর্য্যাদা করহ দোষ যত ॥ - মাণিক নীচের ঠাই যেন সূর্থে বুঝে নাই ছরদৃষ্ট হেতু জন্মে হেলা ।