পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ş88 বিদ্যাসুন্দর। তদঙ্গজ এ প্রসাদে কঙ্কে কালিকার পদে কৃপাময়ি ময়ি কুরু দয়া ॥ রাণীর বিদ্যার প্রতি বিনয় । বঁচিল মুকবি সুন্দর চোর । সাধুচিত্তে নাহি সুখের ওর ॥ বিদ্যার গোচর সকলে কহে । কুমলিনি কথা মিথ্য। এ নহে ॥ বঁাচিল তোমার জীবননাথ । নিকটে নৃপতি যুড়িয়া হাত ॥ সজল যুগল লোচন লোল । গদগদ কহে মধুর বোল ॥ সখীমুখে শুনি সুন্দর বাণী । নন্দিনী নিকটে চলিল রাণী ॥ ধূলা ঝাড়ি তোলে কোলেতে করি। চুম্বতি বদন চিবুক ধরি ॥ বারেক বদন তুলিয়া চাও। অভাগী মায়ের মাথাটি থাও ॥ রাগে কত কটু কয়েছি তোরে। জননী জানিয়া ক্ষমহ মোরে । এ মহীমণ্ডলে বটি গে। ধন্ত । উদরে ধরেছি তো হেন কন্যা ॥ বিনোদিনী কহে ঈষৎ হাসি । আগে মাগে। আমি তোমার দাসী৷