পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8ぐ。 বিদ্যাসুন্দর । করালবদনা কালী কলু্যহারিণী । সংসারসাগরে ঘোরে নিস্তারকারিণী | তুমি কৃপাময়ী মাগো রূপানাথ ভৰ্ত্ত - জগদম্ব জননী জনক বিশ্বকৰ্ত্ত ॥ তথাপিও দুঃখরাশি না হইল দূর । সকলে করুণাময়ী এ দীনে নিষ্ঠ র ॥ অপার মহিমা নষ্ট হয় হেন বাসি । অস্করনাশিনী আশু দয় কর আসি ॥ বদরি-কোমল পূর্ণ মৃধা রস ভরা । সুবোধ কুবোধ বোধগম্য নহে ত্বর ॥ রসবেত্ত যে জন কি তার তৃষ্ণ ক্ষুধা । প্রতি বর্ণে বর্ণে কর্ণে প্রবেশিত সুধা ॥ পাঠ করে পুরাণ পণ্ডিত প্রেমে ভাসে । গবাগণ গুপ্তে গে। ভঙ্গিম করে হাসে ॥ অরসিক নিকটে রহস্য নিবেদন । ততোধিক শ্রেষ্ঠ কৰ্ম্ম হয় যে মরণ ॥ গ্রন্থমধ্যে সঙ্কেত বুহিল যে যে স্থানে । ম। জানেন মাত্র ব্যক্ত নহিলে কে জানে ॥ ধন্ত দারা স্বপ্নে তারা প্রত্যাদেশ তারে । অামি কি অধম এত বৈমুখ আমারে ॥ জন্মে জন্মে বিকায়েছি পাদপদ্মে তব । কহিবার কথা নহে বিশেষ কি কব ॥ প্রসাদে প্রসন্ন হও কালী কৃপামই । আমি তুয়া দাসদাস দাসপুত্ৰ হুই ॥