পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ○ বিদ্যাসুন্দর। কহে করি প্রণিপাত শুন শুন প্রাণনাথ বসন্ত দুরন্ত মনাকার । রাজা মূৰ্খ মূৰ্খ পাত্ৰ ধৰ্ম্মজ্ঞান নাহি মাত্র বধ করে বিরহিণী নারী ॥ * * এ কাল বিলম্ব কর পশ্চাতে যাইবা ঘর দাসীবাক্যে কান্ত হও শান্ত । শ্ৰীকবিরঞ্জনে কহে গমন বারণ নহে দেশে যাওয়া হইল নিতান্ত ॥ বিদ্যার শ্বশুরালয় গমনার্থ প্রার্থনা । কবিবর কহে বাণী কহ যত ভাল জানি চিত্তে কিন্তু প্রবোধ না মানে । শুন শুন কুরঙ্গাক্ষি সত্য কহি প্রাণ সাক্ষী যাতনা যেমন সই জানে ॥ কবি কহে প্রবোধিয়া শুন শুন প্রাণপ্রিয়। মহাগুরু জনকজননী । শাস্ত্রসিদ্ধ কথা এছ যা হতে দুল্লভ দেহ বিনে মুক্ত উপযুক্ত ধ্বনি ॥ শ্ৰেষ্ঠ পুত্র হয় যেবা করে পিতামাত। সেবা লয়কালে লয় গঙ্গাতীর । সজ্ঞানে ত্যজিলে তনু ধন্য মানে নিজ জনু গয়াশ্রাদ্ধে সার্থক শরীর ॥ মম সম দুষ্ট পুত্র ধরণীমণ্ডলে কুত্ৰ লোকভয় ধৰ্ম্মভয় নাই ।