পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুন্দরের স্বরাজ্যাভিষেক । ১৬৭ পণ ছিল শাস্ত্রে যেবা করে পরাভব । তারে দিবে বলে মাল৷ সেই হবে বর ॥ নিরখিয়া-নববধূ দ্বিজবধুচয়। সকলে সদনে গেলা সদয়হৃদয় ॥ জগদীশ্বরীকে কৃপা কর মহামায় । মমাম্বুজ বিশ্বনাথে দেহ পদছায় ॥ যে গাওয়ায় যেবা গায় তাহার মঙ্গল । নায়ক সহিতে শিব করহ কুশল । কন্য। দারা স্বপ্নে তারা প্রত্যাদেশ তারে । আমি কি অধম এত বৈমুখ আমারে ॥ জন্মে জন্মে বিকায়েছি পাদপদ্মে তব । কহিবার কথা নহে বিশেষ কি কব ॥ প্রসাদে প্রসন্ন হও কালী কৃপামই । আমি তুয়৷ দাসদাস দাসীপুত্ৰ হই । sisäämämmwa mortes: সুন্দরের স্বরাজ্যাভিষেক নৃপ শুভক্ষণে রত্নসিংহাসনে পুত্রে করে অভিষেক । ধরে ছত্ৰদও মুখী রাজ্যখণ্ড সন্মত প্রজা যতেক ॥ বামেতে মহিষী পরম রূপসী গৌড়াধিকারিদুহিত । মনে বাসি হেন রামচন্দ্ৰ যেন সঙ্গে শশিমুখী সাত ॥