পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব সাধন । ➢ፃ> শ্ৰীকবিরঞ্জন কহে কালী কৃপামই। আমি তুয়া দাসদাস দাসীপুত্র হই॥ শব সাধন । পুৰ্ব্ব উক্ত স্থানে গেল কবি শীঘ্ৰগতি। সামান্সার্ঘ্যে সুবিধান করে মহামতি ॥ যাগভূমি প্রদক্ষিণ পাঠ করে মন্ত্র। সুন্দর সুধীর জ্ঞাত যাবতীয় যন্ত্র ॥ গুরুদেব গণপতি বটুক যোগিনী। পুৰ্ব্বদিগ ক্রমে পুজে কবিশিরোমণি ॥ বরাদ্দন মন্ত্র কবি লিখিল ভূতলে। যে চাত্ৰ বচন কহে মহা কুতুহলে। পুষ্পাঞ্জলিত্রয় দিয়া করে প্রশিপাত । পুৰ্ব্ব উক্ত ক্রমে বলি দিল নরনাথ ॥ অঘোর মন্ত্রেতে শিখ বান্ধে ততক্ষণ । সুদৰ্শন মন্ত্র করে হৃদয় রক্ষণ ॥ ভূতগুদ্ধিন্যাস সারে ত্বরায় ত্বরায় । , জয়দুর্গ মন্ত্রে দিক্ষু সর্ষপ ছড়ায়। . তিলোহসীতি মন্ত্রে তিল ফেলে সেইরূপ। তদন্তরে শবের নিকটে গেল ভূপ। শবের লক্ষণ কহি গুন ধীরজন। আছে যে প্রকার তন্ত্রসারের বচন । শূলে খড়েগ বজ্রে সর্পাঘাতে কি কুমন্ত্রে। যষ্টি বিদ্ধ জলে মৃত গ্রাহ উক্ত তন্ত্রে ॥