পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓ8 বিদ্যাকুন্দর । অর্থ্যাদি স্থাপন করে শবযুটিকায় । আসন পূজিয়া পীঠ পুজা কৈল তায় ॥ তদন্তরে পূজে দেৰী মুখে শক্তিরূপ। শবমুখে কৌতুকে তৰ্পণ কৈল ভুপ ॥ " ততঃ শব ছলিলে সম্মুখে দাড়াইয়া। বসোমে ভারতি মন্ত্র পড়ে হৃষ্ট হৈয়া ॥ পট্টস্বত্রে বান্ধে কবি যুগল চরণ। শবপদতলে স্বস্তু লিখিল ত্রিকোণ ॥ শবকরযুগ্মপাশ্ব প্রস্বত্বে প্রসার্য্য। তদুপরি কুশাসন রাখে যাহে কাৰ্য্য। তদুপরি নিজ পদ নৃপতি নিধায় । পুনঃ প্রাণায়ামে করে যুক্তিযুক্ত কায় ॥ শিব শিবা গুরু ভাবে হৃদিমধ্যে দেবী। মহাশঙ্খমালা জপ করে মহাকবি ॥ করে অসি রূপসি মহিষী প্রেমমই। কিছু দূর থাকি কহে মাভৈঃ মাভৈঃ ॥ কহেন করুণাময়ী থাকি বিমানেতে। দেহি মে কুঞ্জর বলি আগু ধরাপতে ॥ দৈবৰাণী শুনি কহে কবি শিরোমণি। অদ্য নহে দিনাস্তরে দাস্যামি জননি ॥ মহামায়। মহাতুষ্ট মহাকবি প্রতি। বরং বৃগুবরং বৃগু সঘনে ভারতী ॥ নলিননয়নে নীর নিয়খিয়া ইষ্ট । প্রেমে পুলকিত প্রাণ পুর্ণ মনোড়ীষ্ট ।