পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরোবর বর্ণন । 2ー) বঞ্জল--অশোক পুষ্পের বৃক্ষ । পীতাসত –শ্বেত কৃষ্ণ । বিয়োগ জনার চিত্তে-পীড়।--ভারত বলিয়াছেন,— “জলেতে, নিবায় জ্বাল৷ সৰ্ব্ব লোকে কয় । এ জল দেখিয়া জাল। দশগুণ হয় ॥” ত্ৰিবিধ পবন-বায়ুব তিনটা গুণ, শীতল সুগন্ধ এবং ঝুরঝুরে । মনোভব আবির্ভাব —মদন দেখানে স বিদ। বিরাজমান, সেই সুন্দর সরোবর তীরস্থ সুরমা বনস্থলীতে এককালীন ছয় ঋতু বর্তমান । কবিরঞ্জন এ স্থানটির বর্ণনা অতি চমৎকার করিয়াছেন । এবং নিম্নে সেই ছয় ঋতুর এক কালীন কার্য্যের পরিচয় অতি উত্তমরূপ দিয়াছেন । o স্বধাসম হিতকরী —অত্যন্ত শীতে অগ্নি সেৰা বড়ই ভাল লাগে । মহাপাত্র কুপাত্ৰ —মহাপাত্র অথবা প্রধান মন্ত্রী উপযুক্ত লোক— বসন্তষ্ট মদনের মন্ত্রী । তথাপিও মনোরথ ত্ৰিজগত জয়ী—অর্থাৎ এই সকল অনুচর সামান্ত হইলেও কামের এমনি প্রভাব যে ইহাদের দ্বারাই তিনি জগত জয় করেন । মঞ্জাম রব --মনোহর র ল ; কোকিলের পঞ্চম স্বর চির প্রসিদ্ধ । পরভৃত বধু-কোকিল । কাকের বাসায় পালিত বলিয়। ইহাকে পরভৃত বলে। এইস্থলে কবিরঞ্জনের হ্যায় অনেক কবিই ভ্ৰমে পড়িয়া থাকেন । পুংস্কোকিলই কুহুরব করে, কোকিলা আদে। ডাকিতে পারে না । পুষ্ক রাগে পুস্কর-কুতুঙ্গলা—অর্থাৎ হস্তি শুণ্ডের অগ্রভাগ দ্বারা পদ্ম তুলিয়া, আনন্দিত মনে তাহা হস্তিনী মুখে তুলিয়া দিতেছে। কালিদাস বসন্ত বণনায় এইরূপ বর্ণনা করিয়া ছেন।-- “মধুদ্বিরেফৈঃ কুমুটুমক পাত্রে পাপে। প্রিয়া স্বামকুবওঁমানঃ । 赤 永 杀