পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগরীদিগের টক্তি । ২৫ তুলনা কব কি-অতুলনীয় । ভারত বলিয়াছেন, মোহনিয়া ছাদে চাদ পড়ে কালে রতি রতিপতি ভুলে । মেরুশিখর—সুমেরু পৰ্ব্বতের চূড়। শাস্ত্র মতে মেরুশিখর সুবর্ণমণ্ডিত, সুতরাং দেখিতে অতি সুন্দর । শিখরী•••বলে—সুন্দরের সহিল মেরু পৰ্ব্বতের বা চন্দ্রের সহিত তুলনা হয় না—কেন না মেরু অচল, আর চন্দ্র কলঙ্কময় ; কিন্তু সুন্দর সচল বা চৈতন্যময় পুরুষ, এবং দেখিতে নিষ্কলঙ্ক শশী সমান । সৌদামিনী রঙ্গে স্থিরত করে -সু দরে সঠিত বিছানের তুলন। হয় না, কারণ বিদ্যুৎ চঞ্চল ল ক্ষণস্থায়ী । কবি অন্যত্র, বলিয়াছেন,— “যদ্যপি আচিরপ্রভা চিরস্তির হয় । তবে বুঝি তনু শোভ হয় কিবা নয় ॥ " কহে এক সতী - ঘটে --ভারত বলিয়াছেন – “ সেই ভাগ্যবতী, এই যার পতি সুখে ভুঞ্জে রতি, মন আবেশে ” নয়ন দুয়ারে কলপ দিয়া—সুন্দরকে হৃদয় মন্দিরে রাখিয়া, নয়ন মুদিয়া অহোরাত্র কেবল সেই সুন্দর মুর্খারবিন্দপানি ধ্যান করি । আলে—(১)রূপের দিপ্তীতে সৰ্ব্ব দিক উজ্জল করিয়াছে (২) সম্বোধন ওলো । গলে পরিহার—ভারত বলিয়াছেন,— • “বিরহে জ্বলিয়া, সোচ্চাগে গলিয়া, হারে মিলাইয়া পরিলে সাজে ।” পলাইয়া যাই এদেশ থেকে--ভারত বলিয়াছেন,— “আহি মরে যাচ, লষ্টয়া বালাষ্ট, কুলে দিয়া ছাই, ভজি ইহারে । যোগিনী হুইয়া, ইহারে লইয়া, যাই পলাইয়া, সাগব পারে।”