পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যার উৎকণ্ঠ বস্থা । Vo ఫి “ লেখা করি লই বাছা ভূমে পাতি খড়ি। শেষে পাছে বল মাসী হারাইল কড়ি ॥ ” গtয় করে ফির-- বাছ তোমার এ মাসী যে সে মেয়ে নয়, আমি পুরুষের কাণ কেটে ছাড়ি। দোকানদারদের ফাকি দিয়া টাকার ভুক্তান করিয়া, ফের তাং দের ঘাড়ে দেন। চাপাইয়া ছাড়ি। ভারতে আছে, “ এ তোর মাসীর বাপ কোন কৰ্ম্ম নাহি ছাপা ৷ ” مم--س--محم---- بیب ----می--سی পুষ্প লইয়া মালিনীর বিদ্যার নিকট গমন । (৩৮-৩৯ পৃঃ) উল্‌সে---উল্লাসিত হয়, ফুলিয়া উঠে। গেটে-কড়ি, ভারতে আছে, & কাণে কড়ি, কড়ে রাড়ি, কথা কয় ছলে । নিজে ভাল নই- অামার চক্ষুল জল জন্য তোকে শাস্তি দিতে পারি না । বচন নিগ্ৰহ-বচনের নিওহি—গালাগালি । বিগ্রহ—শরীর। মালা দৃষ্টে বিদ্যার উৎকণ্ঠাবস্থা । ( ৩৯ – ৪০ পুঃ ... ) অনিমিখে f নরখে ও মদ- মাক্ষ র কারিগরি দেখিয়াই বিদ্যা মোহিত হইয়াছিলেন, কে নন। তিনি বুঝিয়াছিলেন এরূপ গাথা হীরার দ্বারা সস্তবে না । - দেখিয়াছি পুরুষের হার.দুরে—ভারতে আছে, “ পুজা না হইতে মাগে অাগে ভাগে বর । দেবীরে করিতে ধ্যান দেখয়ে সুন্দর ৷