পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভদকালীর স্থতি । ‘බ්‍රැව নিকট পূৰ্ব্বমত যাতায়াত করিত । সেদিনও আসিল, কাজেই তাহার কাপড়ে সিন্দর লাগিয়া গেল। সেই রাত্রেই মুম্বর হীরাকে দিয়া সে কাপড় ধোপার বাড়ী পাঠাইয়া দেয়, কিন্তু সেখানেও কুেটিালের চর ছিল। রঙ্গিন বস্তু দেখিয় ধোপাকে পীড়াপীড়ি করিতেই চোরেব সন্ধান হুই । তখন কোটাল মালিনীর বাড়ী উপস্থিত হইয়। তাছার প্রতি বড়ই উৎপাত করিতে লাগিল। মালিনী অগত্য সব বলিয়া দিল । কোটাল তাহার কথামত সুন্দরের ঘরে প্রবেশ করিল । সুন্দর এতক্ষণ কালীপূজা করিতেছিল: মুতরাং কিছুই জানিতে পারে নাই । কোটালকে দেখিয়াই সুড়ঙ্গ দিয়া বিদ্যার মন্দিরে পলাইয় গেল। তখন স্কুড়ঙ্গ খননে মছ৷ ধুম পড়িয়া গেল । হাজার হাজার বেগার ধরা হইল, সিকি সহর খুড়িয়া তচুনচু করা হুইল । অনেক কষ্ট্রে সপ্তম দিনে কোটাল স্থড্রঙ্গপথে বিদ্যার ঘরে গিয়া উঠিল । কিন্তু চোর কোথায় –দেখে সেখানে স্ত্রীলোক ব্যতীত আর কেহ নাই । তখন কৈাটালের সন্দেহ হইল। কিন্তু স্ত্রীলোককে ত সে স্পর্শ করিতে পারে না । সুতরাং থান কাটিয়া সকলকে থানা ডিঙ্গাইতে বলিল। স্ত্রীলোক বাম পদ ও পুরুষ দক্ষিণ পদই আগে বাড়ায়। মুনীর কোটালের কৌশল বুঝিল। কিন্তু তখন তাহার মনে বিবেক অসিয়া উপস্থিত হইল। কতদিন সে এরূপে থাকিবে । বিশেষতঃ সে দিন না ধরা দিলে কোটাল সবংশে মারা বায়, তাই স্বনীর দক্ষিণ পদে খন্দক ডিঙ্গাইল—চোর ধরা পড়িল । কবিরঞ্জনের গল্প এই । অবশু ইহার অনেক অংশ অসংলগ্ন হইলেও ইহাতে যে কারিগরি অাছে, তাহ অবশ্যই স্বীকার করিতে হইবে। ভারতের গল্প অতি সংঙ্ক্ষেপ । কোটাল রাজার অনুমতি পাইয়া বিদ্যাকে তাছার ঘর হইতে সরাই দিয়া ঘর খুজিতে খুজিতে স্বভৃঙ্গ দেখিল। . কোটাল তথন সব বুঝিয়া স্ত্রীবেশ ধরিয়া বিদ্যার ঘরে রহিল । সুতরাং যাই সুন্দর অসিল, অমনি ধরা পড়িয়া গেল ভারতের গল্পের কৌশল বড়,অধিক নাই।