পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

boe বিদ্যাসুন্দর। বেগারের ধুম—এই বেগারের ব্যাপার কবি অতি চমৎকার রূপে বর্ণনা করিয়াছেন । নিঘাবান—চৌকিদার। থেtষত ত্ব—এই মুখের সংবাদ প্রচার জন্য । পিছ—কে উহার হাত হইতে নিস্তার পায়। গুজব-কবির এই জনরব বর্ণনা অতি স্বাভাবিক ও চমৎকার । খাই—থাদ, থাল । কতকাল-জেতে—কেহ বলে কুমার মুন্দর, কুমার বা কুম্ভকার জাতীয় হইবে, না । জানি কতকাল ধরিয়া এই সুড়ঙ্গ খুড়িয়ছিল ।

  • o-oo-o-o-o-o:

বিদ্যাবাক্যে সুন্দরের নারা বেশ ধারণ । ( : ۹ ه لاسیا هلا) পশ্চাতে—সহমৃতা হইতে । শাস্ত্রমতে গর্ভিণী স্ত্রীর সহমৃতা নিষেধ । পরিণামদশী—যে ভবিষ্যৎ ভাবিয়া কাজ করে, তাহার কোনঃ বিপদ হয় না । সাধারণ লোকের এই রূপ বিশ্বাস— কিন্তু ভক্তের বিশ্বাস অন্য রূপ। মুন্দর ইহার উত্তরে অন্যত্র বলিয়াছেন— “ভবিষ্যৎ কৰ্ম্ম এইক্ষণে কেন ভাবি । তখনি তেমন কহ যে কহান কালী।” চম্র মধ্যে-বিন্দু-মুখরূপ চন্দ্র মধ্যে চন্দনের ফোটাও চন্দ্রের ন্যায় দেখাইতেছিল । মুতরাং যেম চন্দ্রের মধ্যে চন্দ্র রহিয়াছে বোধ হইল। নিছুনি– কথায় বলে বালাই লয়ে মরি। জ্ঞাঙ্কাপায়ী-বোকা প্রায়, কিংকর্তব্যবিমূঢ় । व्झच्छछल्लत्क्वाड्रं