পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যা কর্তৃক বার মাস বর্ণন । ( x & R-dఆ 事) মেষ–এখানে মেষ বৃষ প্রভৃতি দ্বাদশট রাশির দ্বারা বৈশাখ জ্যৈষ্ঠ প্রভৃতি দ্বাদশটা মাসের নাম করা হইয়াছে। কুম্মশর শরে –কুমুম (ফুল) হইয়াছে শর (বাণ) যাহার, সেই মদনের বাণে । নেত্রানলে...সেই—মদন হরকোপানলে ভস্ম হইয়া পুনৰ্ব্বার জীবিত হয়। বিরূপাক্ষ.ঈশ-মহাদেব। মদন তাহাকে ; বাণবিদ্ধ করি য়াছিল। মলয়জ পঙ্ক-চনদন । মিথুনে মিথুনে -আষাঢ়ে স্বামী সহ বাসে। যারা তার সেবে তারা –যাহার বিরহিণী কুলবধূ, তাহার বসিয়া বসিয়া শুধু তারা গণিতেছে। দুঃখ শান্ত কান্ত কি কৃতান্ত-সংস্কৃতে আছে; “অদ্য কান্তঃ কৃতান্তোহব দুঃখ শান্তিং করিষ্যতি ।” এ মহা দুঃখের অবসান, হয় স্বামী নয় শমন, এই দুয়ের এক জন করিতে পারেন । আটনি --দামনি-বিদ্যুতের লকলকি মদনের হাত নাড়ার তুল্য। দেবরাজ --মেঘ ও বৃষ্টির অধিপতি,ইন্দ্র, মেঘসম্পাতে ও বিন্দু বিন্দু বারিপাতে বিরহিণীর মৰ্ম্মদাহ করিতেছেন । মেঘদূতে আছে,-- . “মেঘেদিয়ে ভবতি সুখীনেfহপ্যন্তয়াবৃত্তি চেতঃ কণ্ঠশ্লেষে প্রণয়িণি জনে কিং পুনঃ দূরসস্থে।” শক্তি –এস্থলে শারদীয় দুর্গাপূজা । মুর-তরু...কল্প –তুমি দানে কল্পবৃক্ষ সদৃশ । মনার, পারিজাত, সন্তান, কুন্নতর ও হরিচন্দন এই পাঁচটাকে স্বর-তরু বলে।