পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ছন্দরের স্বদেশ গমন । >>> করিয়া আপনার ল ইয়াই ব্যস্ত। এই জন্য বিদ্যা এ স্থলে সাংসারিক লোকের ন্যায় পুনৰ্ব্বার উপদেশ দিতে আরম্ভ কারঞ্জন । কন্যাপুত্র-- কৰ্ম্ম-সন্তান হইতে মুখ অপেক্ষ দুঃখই অধিক ভোগ করিতে হয় । তুভ্যমহং সম্প্রদদে—তোমাকে আমি এই কন্যা সম্প্রদান করি লাম । ইহা কন্য। সম্প্রদানের মন্ত্রের অংশ। ক্ষম—সহিষ্ণুতা । জল শৈবালের ন্যায়-পদ্মপত্র ও শৈবালের দলের উপর যেমন জলের বিন্দু স্থির থাকে না, তাহ এদিক ওদিক ঘুরিয়া বেড়ায়, মনও তদ্ধপ চঞ্চল । 象 ক্ষণেকে বিবেক. শরীর—এই স্থান অতি চমৎকার। বাস্তবিক . মানুষের মন, জ্ঞান ও মোহের মধ্যে ঘড়ির দোলক (পেণ্ডুলম্) মত সৰ্ব্বদা এদিক ওদিক দুলিতেছে। বিদ্যা সহ সুন্দরের স্বদেশ গমন । (১৬১–১৬৪ পুঃ ) ধপ্নরূপ কন্য{গুলা...পশিল— এই স্থানের ন্যায় চমৎকার ভাব আর কোথাও দেখি নাই । এই সকল বর্ণনা হইতেই, কবিরঞ্জন যে প্রকৃত কবি ছিলেন, তাহ বেশ বুঝা যায় । উত্তর মুখে— শাস্ত্রমতে উত্তরায়ণ পথে গমন করিলে দেবলোকে যাওয়া যায়। “দেব যজ্ঞাদি মহামহা পুণ্য কৰ্ম্ম দ্বার। যে সকল মহাত্মীগণের চিত্ত দেবলোকে যাইবার নিমিত্ত প্রস্তুত হয়, তাহীদের অস্তরে পিঙ্গল নাড়ী না যমুনানদী দীপ্তি পায় । তাহ। স্বৰ্গপুৰ্থ স্বরূপে সুৰ্য্যপ্রভা সমুজ্জলিত মুরলোক পৰ্য্যন্ত আয়ত। ইহাকেই দেবস্বর্গের নেতা মহা দীপ্তিমান উত্তরমার্গ, উত্তরায়নমার্গ, অগ্নিমার্গ, জ্যোতিমাৰ্গ, স্বৰ্য্যদ্বার, 驚 -