পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

粵 ভূমিকা । 9 ইহঁার— . . * “নয়নে নির্গত নীর নিশায় নিয়গাতীর নাথার্থে পদ্মিনী যেন জরা ।” ইহার “জলশৈবালে প্রায় মন নহে স্থির। ক্ষণেক বিবেক ক্ষণে বিদরে শরীর ॥” ইহার “ভূতলে আছাড়ে গা কপালে কঙ্কণ ঘা বিন্দু বিন্দু বহে পড়ে রক্ত । তাহে শোভা চমৎকার অশোক কিংশুক হার - গাথা চাদে যেন দিল ভক্ত ॥’ ইহার— so “অপরাহ্নে তরু ছায় অতি দূরতর যায় সে যেমন ছাড়া নহে মূল । অন্ত্যমত ভাব পাছে মানস তোমার কাছে থাকিল গমনে সেই তুল ।" ইহার— 象 : . “স্বপ্নরূপ কন্যাগুলা ভেঙ্গে গেল ধুলা খেলা” প্রভৃতি চমৎকার উপমার তুলনা মিলে না। বাস্তবিক কবিরঞ্জনের কাব্যের প্রায় সৰ্ব্বত্রই সৌন্দর্য্যের ছড়াছড়ি আছে। যিনি প্রকৃত গুণজ্ঞ, তিনি ব্যতীত জার কেছ সে সকল দেখিতে পান না। কবি জানিতেন যে, তাহার কাব্যরস সকলে বুঝিবে না—তাই বলিয়াছেন— “অরসিক নিকটে রসস্ত নিবেদন । ততোধিক শ্রেষ্ঠ কৰ্ম্ম হয় যে মরণ ॥* আমাদের দেশে এই অরসিকের দল কিছু বেশী ছিল বলিয়াই বোধ হয়—তাহার কাব্য এতদূর অনাদৃত হইয়াছে। তবে এরূপ অনাদর, এরূপ মরণ তাহার ইসিত সন্দেহ নাই। সে যাহা হউক, এ কাব্যের রস, গুণ বা অলঙ্কারের সম্বন্ধে আর অধিক বলিবাব আবশ্যক নাই। আমরা সেগুলিকে