পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শবসাধন । SY& তেন, তখন তাহার মুখ হইতে স্বতঃই সংগীত নির্গত হইত, . র্তাহার চেষ্টা বা যত্ন করিতে হইত না । তিনি অৰলাশক্রমে গান রচনা করিত্তেন। স্বকীয় কল্যাণ—সকল লোকেরই নিজ নিজ কল্যাপার্থ পরকালের জন্য এই সকল বিষয় জ্ঞাত হওয়া আবশ্যক । অথবা কবি র্তাহার নিজ মঙ্গলকামনায় এই বিষয় বর্ণনা করিলেন। অকৰ্ত্তব্য হেতু - শাস্ত্রমতে সাধনার এই সকল গুহ্য কথা কাহাকেও বলিতে নাই। যিনি রীতিমত দীক্ষিত, তিনিই এ সকল বিষয় জানিবার অধিকারী হইলে, গুরুর নিকট উপদেশ পাইতে পারেন। নতুবা আর কেহ তাহ জানিবার অধিকারী নহে। তাই কবি ইঙ্গিতে ইহার বর্ণমা করিয়াছেন । এবং প্রকৃত তন্ত্রজ্ঞের নিকট র্তাহার অসম্পূর্ণ বর্ণনা, এবং গুহ্য কথা প্রকাশের জন্য ক্ষমা প্রার্থন করিয়াছেন। * শবসাধন । ( ১৭১-১৭৬পৃঃ ) এই শবসাধনের সমস্ত প্রক্রিয়া বুঝা সহজ নহে। যিনি রীতিমত তন্ত্র জানেন, বা স্বয়ং সাধনা করিয়াছেন, তিনিই ইহার প্রকৃত মৰ্ম্ম বুঝিতে পারেন। কিন্তু এরূপ লোক এখন বিরল। বিশেষ ইহা সাধারণে জানিবার ও কোন উপায় নাই। গুরুই কেবল সাধককে তাহা বুঝাইবেন, সাধক সেই মত সাধনা করিবেন। অন্যে তাহ জানিতে পারে না , তন্ত্রসারে শৰসাধনার এই সকল কথা লিখিত আছে । আমরা নিম্নে তাহার কিয়দংশ উদ্ধত করিয়া দিলাম। সামামার্ষে সুবিধান-যথানিয়মে জল ফুল দুৰ্ব্ব জাতপ তণ্ডুল দ্বারা পুজার পুর্ব বিধান ব্যবস্থা করা।