পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘VG ভূমিকা । দৃষ্টি মাত্র মম দেহ দহে দিবানিশি । বৃদ্ধার বাসনা হয় বাচেকি রূপসি ॥ সুন্দর যখন ভাট মুথে বিদ্যার সমাচার শুনিলেন, তখন তাহার বিবাহ হইল বাই পক্ষী হৈয়া উড়ে যাই নিবসি রমনি মণি যথা । কিন্তু সে সম্বন্ধে তাহার ইচ্ছ। এত বেগবতী হয় নাই-ষে ভারতের মত সুন্দরের এক যাব বৰ্দ্ধমান এরূপ সংকল্প করিবেন। যাহা হউক সেই রাত্রে, “ঘোরতর নিশ। শেষ ধরি কালী নিজ বেশ সবিশেষ কহেন স্বপন ।” কালী তাহাকে প্রত্যুষেই বিদ্যালাভ জন্ত বৰ্দ্ধমান স্বাত্রায় আদেশ দিলেন—এবং কিরূপে বিদ্যালাভ হইবে, তাহার উপায় বলিয়া দিলেন । এক্ষণকার আদেশেবাদীগণ বোধ হয় এইরূপ আশ্চৰ্য্য আদেশ শুনিয়া বিস্মিত হইবেন না। তদনুসারে সুন্দর পরদিন প্রত্যুষে স্বভক্ষণ দেখিয়া যাত্রা করিলেন। এবং চতুর্দিকে মঙ্গল চিহ্ন দেখিয়া, “বুঝিলা বিনোদবর বিদ্যাবর্তী লাভ ৷ প্রসন্ন পৰ্ব্বত পুত্ৰী প্রকৃষ্ট প্রভাব ॥” তদনুসারে সুন্দর পিতা মাতার অজ্ঞাতসারে নির্ভয়ে বৰ্দ্ধমান গমন করিলেন। পথে তাহার ইষ্টদেবী তাহাকে ম্বোর পরীক্ষণ মধ্যে ফেলিলেন । সন্মুখে মায়ানদী স্বষ্টি হইল। সে ভীষণ নদীতে তরণি নাই –পারের কোন উপায় নাই । তখন এক শিবোপম যোগী আসিয়া তাহাকে কালীর আরধনা ছাড়িয়া শিবের আরাধনা করিয়া নদী পার হইবার পরামর্শ দিল। কিন্তু বালক সুন্দরের মনের তেজ অতুলনীয়। সে, “উৎপত্তি প্রলয় স্থিতি কিঞ্চিং কটাক্ষে এরূপ মহাযোগী । কেও ৷ “কোপে কাপে কলেবর কবি কহে কটু । বুঝিলাম আগমে নিগমে বড় পটু ৷”