পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o ভূমিকা"। যাহা হউক সুন্দর বিদ্যার নিকট পরিচিত হইবার জন্য কৌশলে মালা গাথিয়া পদ্মের - - “প্রতি দলে দলে লিথে সবিশেষ নিজ ।” মালিনীর দ্বারা বিদ্যাকে পাঠাইয়া দিলেন । বিদ্যা তাহtতেই সুন্দরের কুল শীল ও বিদ্য বুদ্ধির পরিচয় পাইল । ইহাতে সুন্দরের চরিত্রের গাম্ভীৰ্য্য বেশ রক্ষিত হইয়াছে। কবি আর একস্থলে সুন্দরের মহত্ব ও উদার ভাবের বেশ পরিচয় দিয়াছেন । হীর বাজার করিয়া আসিয়া হাটের পরিচয় দিলে “সুন্দর হাসেন মনে আমি এক চোর । চতুরি করিয়া মাগী কড়ি খায় মোর ॥ কবি বুলে মরি পাইয়াছ বড় দুঃখ। স্বানে যাও মাথা খাও শুকায়েছে মুক ॥” কিন্তু চোর ধরার সময়েই আমরা তাহার চরিত্রের প্রকৃত মহত্ব দেখিতে পাই । তিনি যখন কালীধ্যানে নিমগ্ন তখন কোটাল তাহার গৃহে প্রবেশ করিলে, ধ্যান ভঙ্গ কাপে অঙ্গ সুড়ঙ্গে পশিল । 尊 激 聲 সুড়ঙ্গে পশিল যেন সূৰ্য্য গেল অস্ত ॥ * কবি উপনীত প্রমদার পাশে ।” তখন বিদ্যা বুঝিল কোটাল সুন্দরকে ধরিতে সেই থানেই আসিবে। তাই সুন্দরকে বলিলেন,— “দোষ নাহি প্ৰভু তুমি নারী বেশ ধর। 懶 懶 赤 জাতি প্রাণ হেতু লোক তঞ্চ করে নানা। পরিণাম দশা যেব কি তার যন্ত্রণ ॥” মুতরাং “সধৰ্ম্মিনী বাক্য শুনি সায় দিলা রায়।” কিন্তু যথন কোটাল ধরিতে আসিল, তখন তিনি ধর। দেওয়াই স্থির করিলেন কারণ, .