পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনবৃত্তান্ত । & হইতে ৰেশ বুঝা যায় যে, এই বংশ বেশ ঐশ্বৰ্য্যশালী, দানশীল ও দুয়াধন্ত ছিল। তবে রামপ্রসাদ ও র্তাহার পিতা নিঃস্ব হইয় পড়িয়াছিলেন, তাহ • স্পষ্টই বুঝা যায়—নতুবা প্রসাদ অতি অল্প বয়সে লেখা পড়া ছাড়িয়া সামান্ত গোমস্তাগিরি করিতে যাইতেন না . যাহা হউক কৃত্তিবাস হইতে গ্রামেশ্বর পর্য্যস্ত আর কাহারও নাম পাওয়া যায় না। এই রামেশ্বর রামপ্রসাদের পিতামহ এবং রাম রাম তাহার পিতা ছিলেন । রাম রাম সেনের দুই স্ত্রী। প্রথমা স্ত্রীর গর্ভে এক মাত্র পুত্র জন্মে, তাহার নাম নিধিরাম । দ্বিতীয় স্ত্রীর গর্ভে অস্বিকা ও ভবানী নাম্নী দুই কন্ত। এবং রামপ্রসাদ ও বিশ্বনাথের জন্ম হয় । সুতরাং রামপ্রসাদ রাম রাম সেনের চতুর্থ সন্তান । রামপ্রসাদেরও পরমেশ্বরী ও জগদীশ্বরী নাম্নী দুই কন্যা, এবং রামদুলাল ও রামমোহন নামে দুই পুত্র হয়। যখন বিদ্যামুনরে লিখিত হয়, তখন কনিষ্ঠ পুত্র রামমোহন জন্মায় নাই, এ জন্ত তাহার নাম বিদ্যাসুন্দরের কোথাও উল্লিখিত নাই । রামমোহন রামপ্রসাদের বৃদ্ধ বয়সের পুত্র । এই সমস্ত বিবরণ পরিশিষ্টের ভালিকায় দেওয়; হইয়াছে । রামপ্রসাদ বাল্যকালেই বাঙ্গাল, সংস্কৃত, পারস্য ও হিন্দি ভাষায় বিশেষ ব্যুৎপন্ন হইয়াছিলেন। তিনি এত অল্প বয়সে এরূপ লেথাপড়া শিখিয়াছিলেন বলিয়া বিস্ময়াপন্ন হুইবার কোন কারণ নাই । এরূপ দৃষ্টান্ত অনেক পাওয়া যায়। যৌবনের প্রারম্ভেই তাহার পিতৃবিয়োগু হয়, সুতরাং সংসারের সমুদায় গুরুভার তাহার উপর পড়ে । তিনি কৌলিক চিকিৎসা ব্যৰসা শিক্ষা করেন নাই। অগত্য র্তাহাকে চাকুরির অমুসন্ধান করিতে হইয়াছিল। তখন জমাদার বা মহাজনের ঘরে ব্যতীত অন্যত্র চাকুরি হইত না । সুতরাং রামপ্রসাদ কলিকাতায় এক মুহুরগিরি চাকুরি খুজিয়া লয়েন। বোধ হয় তখন তাহার বয়স ১৭ i ১৮ বৎসরের অধিক নহে । কোন ধনৰানের গৃহে তিনি এই কৰ্ম্মে নিযুক্ত হন, তাহ।