পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনবৃত্তান্ত । . মোহিতু হইয়া থাকিতেন ! গঙ্গর ইষ্টদেবতার সঙ্গে যেন • সৰ্ব্বদা কথা বাৰ্ত্ত। * হুইতু। তাছার মনের ভাব স্বতঃ সুমধুর সঙ্গীতে ব্যক্ত হু ইত। সে সময়ে তাহার বাহ্যজ্ঞান থাকিত না, স্বতরা হিসাবের পাক খাতার কথাও তাহার • মনে থাকিতে ন। --তfহীরষ্ট পশ্বে অজ্ঞাতসারে সেই গানগুলি লিথিয়া ফেলিতেন । তিনি উল্লিখিত ব্যবসাদার ধনীর তহবিলদারী ও মুক্ত।রগিরি পাইয়াছিলেন বটে –কিন্তু তিনি সে সকল বাহ্যিক কথা ভুলিয়। গিল্প কালীর তহবিলদার হইয়া পড়িতেন । এইরূপে কিছু দিন তাঙ্গর মুহুবিগিরি চলিল এক দিন দৈববলে, র্তাহার উপরিতন কৰ্ম্মচারী এই সকল খাতা দেখিয়। ফেলিলেন । দেখিলেন যে রাম প্রসাদ পাকা খাতা কাচাইয়া বসিয়াছে, তাঙ্গর চারিদিকে মক্স করিয়৷ কি হিজি বিজি লিখিয়। খিয়ছে । এই কৰ্ম্মচারী নিতান্ত ব্যবসাদার-সুতরাং স্থলদৃষ্টি সম্পন্ন। সে নিতান্ত অসন্তুষ্ট হইয়া এই অপকৰ্ম্মের কথা তাহার প্রভুকে গিয়া জানাইল । - বাঙ্গালীর শুভাষ্টি বণিতে হইবে যে, রামপ্রসাদের প্রভু ধীর গুণগ্রাহী ও ঈশ্বরপুরায়ণ ছিলেন। তিনি অত্যন্ত মনযোগের সহিত রাম প্রসাদের সঙ্গী ত গুলি আদ্যোপাস্ত পাঠ করিলেন । ইহার মধ্যে “ আমায় দে মা তবিলদারী ” এই প্রথম গীতটা র্তাহাকে একেবারে মুগ্ধ করিল। তিনি বুঝিলেন বালক রামপ্রসাদ সামান্ত নহে । তাহার জীবনের ব্ৰত অতি উচ্চতর— সামান্য মুহুরগির কর। তাহার উপযুক্ত নহে। তিনি তখনি রাম প্রসাদকে নিকটে ডাকিলেন । এবং অনর্থক সংসার চিস্ত। হইতে বিরত হইয়া, এই মহত্তর কার্য্যে দীক্ষিত হইতে তাহাকে উপদেশ দিলেন । সুধু তাহাই নহে তিনি রামপ্রসাদের মাসিক ত্রিশ টাকা বৃত্তি নিদ্ধারিত কুরিয়া দিলেন । s 蕊” এই ঘটনা হইতেই প্রসাদের ভাবী জীবনের পথ পরি