পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দর। গণেশ বন্দন । পরম পুরুষ প্রছ পুনঃ পুনঃ প্ৰণমহু পৰ্ব্বতেশ-পুত্ৰী প্রিয়-সুত । বিভু বেদবিদাম্বর বিনায়ক বিঘ্নহর বারণবদন গুণযুত ॥ তরুণ অরুণ অণু অতি জ্যোতিৰ্ম্ময় তনু আজানুলম্বিত ভূজদণ্ড । আভরণ নানা মত মণি হেম মলুকত সিন্দূরে সুন্দর শুণ্ডগণ্ড ॥ অদিতি-অঙ্গজ-শ্রেষ্ঠ আরোহণ আখু-পৃষ্ঠ আসরে উরহ একবার । জনে যদি জপে নাম যম জিনি যোগ্য ধাম যায় তায় করি অধিকার ॥ দেবদেব দীনবন্ধু দানে দেহি দয়াসিন্ধু সবিশেষ উপদেশ সার। শিব কৰ্ম্মে তুমি মূল হও শীঘ্র অনুকুল আমি শিশু বঞ্চিত সংস্কার ॥